Pages

Sunday, 15 April 2018

ফ্রিম্যাসনারি: বিশ্বের প্রাচীনতম এক গুপ্তগোষ্ঠী

*** পোস্টটি বিভিন্ন ঐতিহাসিক তথ্য, জাতি, বিশ্বাস, সংস্কৃতি , কাহিনি,  থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুপ্লেরাণিত হয়ে লেখা, যার পুরোপুরি সত্য হওয়ার দাবি আমি করতে পারিনা, কাউকে দোষারোপ করা আমার উদ্দেশ্য না ****

আমরা এযাবৎ প্রাপ্ত তথ্যাদি ঘেটে সবচেয়ে প্রাচীন যে গুপ্তগোষ্ঠির কথা জানতে পারি, তার নাম হলো ফ্রিম্যাসনারি। বলা হয়ে থাকে, খ্রিস্টের জন্মেরও তিন হাজার অব্দে জেরুজালেমের সলোমন মন্দিরের যে নির্মাতারা ছিলেন তাদের মধ্য থেকেই এই গুপ্তগোষ্ঠির উদ্ভব হয়েছিল। এই গোষ্ঠিটির সঙ্গে বিভিন্ন সময় বিশ্বের কিছু বিখ্যাত-কুখ্যাত সংগঠনের যোগাযোগ ঘটেছিল। এমনটি মধ্যযুগে ত্রাস সৃষ্টিকারী নাইট টেম্পলারদের সঙ্গেও ছিল এই গোষ্ঠির যোগাযোগ। তবে গোষ্ঠিটির বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন ইউরোপের আলোকপ্রাপ্তি বা এনলাইটেনমেন্টের পেছনের কারিগর কিন্তু তারাই। সময়ের ফেরে বিভিন্ন সময় গোষ্ঠিটি নাম বদলাতে বাধ্য হয়। কখনও একে দেখা যায় ম্যাসনিক গিল্ড নামে, আবার কখনও স্রেফ গায়েব হয়ে যায় গোষ্ঠির সকল কাজকর্ম। যেন হাওয়ায় মিলিয়ে যায় বহু বছরের জন্য।


একটা সময় ছিল যখন আমেরিকার ভাগ্যনিয়ন্তা বলা হলো ফ্রিম্যাসনারিদের। কারণ এই গোষ্ঠিটিরই সপ্তদশ এবং অষ্টাদশ শতকের সেই উত্তাল সময়ে ইংল্যান্ড, ফ্রান্স এবং আমেরিকার রাজনৈতিক পটপরিবর্তন এবং সমাজ উত্থানের পেছনে শক্তিশালী ভুমিকা ছিল। আপনার ধারনার বাইরে গিয়ে এই গোষ্ঠির সদস্যাদের মধ্যে ছিলেন ফরাসি লেখক ভলতেয়াল, জার্মান সঙ্গীতবিদ মোজার্ট, আমেরিকান বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে কিছুকাল আগে প্রেসিডেন্ট থাকা জর্জ ডব্লিউ বুশ। আর এই চাঞ্চল্যকর তথ্য জানা যায় ক্রিস্টোফার নাইট ও রবার্ট লোমাসের লেখা হিরাম কী নামক বইটিতে।

গুপ্তগোষ্ঠির সদস্যা হওয়া স্বত্ত্বেও এই দুই লেখকই সর্বপ্রথম লিখিত কোনো বক্তব্য নিয়ে আসেন এই গোষ্ঠিটি সম্পর্কে। জন্মসূত্রে ম্যাসন বা রাজমিস্ত্রী হবার পরেও জ্ঞান বিজ্ঞানের শাখা উতরাতে না পারায় সংঘের সেই গুপ্ত অংশে তারা আর যেতে পারেননি। কিন্তু প্রাচীন অধিকাংশ নথি ঘেটে, যেমন ধরা যায় ডেড সী স্ক্রল ঘেটেও তারা ফ্রিম্যাসনারিদের সম্পর্কে যাবতীয় তথ্য জানার চেষ্টা করেন। এই বইটিতেই তারা প্রথমবারের মতো জানানোর চেষ্টা করেন যে, এতোদিন এই গোষ্ঠিটির উদ্ভব ইউরোপে মনে করা হলেও আসলে তা ঠিক নয়। বরং এই দুই লেখক প্রমাণ করবার চেষ্টা করেন যে, গোষ্ঠিটি গঠিত হয়েছিল জেরুজালেমের সলোমন মন্দিরে। কারণ হিসেবে বলা হয়, যিশু খ্রিস্টের জন্মের এক হাজার বছর আগে সলোমন মন্দিরের কাজ শুরু হয়েছিল। মন্দিরটিতে অলংকরণের জন্য খুব উচুদরের নকশার সম্মিলন ঘটানো হয়েছিল, যা শেষমেষ শুধু নকশাই ছিল না। ছিল এক অগাধ জ্ঞানের আকর যেন।


রাজা সলোমন (খ্রিস্টপূর্ব দশম শতক) যাদুবিদ্যা ও আধ্যাত্মিক প্রজ্ঞার জন্য প্রখ্যাত ছিলেন। যে কারণে তাঁর পক্ষে টেম্পল অভ সলোমন-এর স্থাপত্য নকশাটি স্বয়ং ইয়াওয়ের কাছ থেকে পাওয়া সম্ভব হয়েছিল। যে কারণেই ওই স্বর্গীয় নকশাটি হয়ে উঠেছিল এক অতীন্দ্রিয় জ্ঞানের উৎস। সে নকশা সম্বন্ধে জানতেন হাইরাম আবিফ নামে এক মেধাবী কারিগর। ইনি ছিলেন টেম্পল অভ সলোমন- এর প্রধান স্থপতি। হিব্রু বাইবেলে টায়ার নগরের রাজা হাইরাম এর নাম থাকলেও হাইরাম আবিফ -এর নাম নেই। অবশ্য বাইবেলে হাইরাম আবিফ কে নাপ্তালি গোত্রের ‘বিধবার সন্তান’ বলা হয়েছে । হিব্রু বাইবেলের সেকেন্ড বুক অভ ক্রনিকলস-এর দ্বিতীয় অধ্যায়ে সে বর্ণনা রয়েছে।এই কারিগরকে নিয়ে আছে বেশকিছু রহস্য। বাইবেলে এই মিস্ত্রির নাম উল্লেখ থাকলেও মন্দিরের গায়ের ট্যাবলেটে তার নাম লেখা নেই। অথচ ওই মন্দিরের মূল স্থপতিই বলা হয় তাকে। তৎকালীন সময়ে হাজার খানেক কারিগরের মধ্য থেকে তাকেই বেছে নেয়া হয়েছিল এই কাজের জন্য। কারণ হিসেবে জানা যায়, তৎকালীন কারিগরদের মধ্যে একমাত্র আবিফ হাইরামই স্বর্ন, রৌপ্য এবং ব্রোঞ্জ নিয়ে কাজ করতে পারতেন। শুরু তাই নয়, বিভিন্ন রংয়ের সন্নিবেশ ঘটিয়ে তাতে নকশা করার জন্যও তিনি বিখ্যাত ছিলেন। জেরুজালেমে কাজ করতে যাবার পর ওই মন্দিরে থাকাকালীন সময়েই পাথর কাটা মিস্ত্রিদের সমন্বয়ে গঠিত হয়েছিল ম্যাসনিক গিল্ড। বলা হয়ে থাকে, আবিফ হাইরামই অন্য নকশাকারদের ঈশ্বর থেকে প্রাপ্ত নকশাটি বুঝিয়ে দিতেন। এনিয়ে কিছু নকশাকারদের সঙ্গে বাদানুবাদও হয়েছিল আবিফের। সেই বাদানুবাদের এক পর্যায়ে নিজেরই তিন শিষ্যের হাতে তিনি নিহত হন।

ম্যাসন বা রাজমিস্ত্রিদের প্রতীক হিসেবে স্বীকৃত কম্পাস ছিল এই গুপ্তগোষ্ঠিটির প্রতীক। কম্পাস এবং বর্গক্ষেত্রের মাঝে থাকা ‘জি’ মানে গড এবং জিওম্যাট্রি এই দুটি শব্দের প্রতীক। এই গোষ্ঠিটির কাছে সৃষ্টিকর্তা হলেও একজন বিশাল মাপের আর্কিটেক্ট। আর জ্যামিতির জ্ঞান ছাড়া যেহেতু স্থাপত্যকলা সম্ভব নয়, তাই জ্যামিতিকেই ধরা হয় মূল উপজীব্য এবং পালনীয় রীতি। আজও ইউরোপের ম্যাসনরা বিভিন্ন মন্দিরের গোপন স্থানে মিলিত হয় এবং তাদের মধ্যকার জ্ঞানের বিনিময় হয়।
আধুনিক ফ্রিম্যাসনারি গোষ্ঠীতে তিনটি ডিগ্রি রয়েছে। যেমন, (১) Entered Apprentice – দীক্ষার প্রাথমিক স্তর। (২) Fellow Craft – এটি মধ্যবর্তীকালীন ডিগ্রি, এসময় নানা ধরণের শিক্ষালাভ হয় (৩) Master Mason – এই ডিগ্রি না-হলে গোষ্ঠীর অন্যান্য গোপন কৃত্যে অংশ নেওয়া যায় না। Master Mason হওয়াই একজন প্রাথমিক ফ্রিম্যাসনারি সদস্যের মূল লক্ষ।
Melaka Malaysia Freemason-Hall

ফ্রিম্যাসনরা বলে, যারা মুক্ত এবং স্বাধীন চিন্তার অধিকারী তিনটি শক্র তাদের সর্বদা ধ্বংস করতে চায়। (১) অজ্ঞতা;(২) গোঁড়ামি; এবং (৩) স্বৈরাচার।

বাইবেল- এর উক্তি বাদে হাইরাম আবিফ কিংবা টেম্পল অভ সলোমন-এর অস্তিত্ব সর্ম্পকে আধুনিক ঐতিহাসিকগণ নিশ্চিত নন। তবুও টেম্পল অভ সলোমন-এর আদলে পরবর্তীকালে ইউরোপ এবং আমেরিকায় প্রায় ১৫০০ হাজার ‘মেসোনিক লজ’ (মিস্ত্রীদের কুঠির) গড়ে উঠেছে । যে লজের গোপন চেম্বারে ফ্রিম্যাসনরা সমবেত হয়ে আজও গোপন কৃত্যে অংশ নেয়-যে কৃত্যের কেন্দ্রে ৩০০০ বছরের প্রাচীন টেম্পল অভ সলোমন এর প্রধান স্থপতি হাইরাম আবিফ !

ইতিহাসে তাদের অবস্থান যেমনই হোক না কেন, সরাসরি তাদের অস্তিত্বের বিরোধিতা করাটা মোটেও সম্ভব নয়। কারণ, নানান সময়ে নানান রকম আকার-ইঙ্গিত এবং বিতর্কিত গোপন তথ্য তাদেরকে করে তুলেছে আরও রহস্যময়। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা নানা রকম প্রথা এবং গোপন আচার-অনুষ্ঠান পালন করে আসছে। ফলে, এদের কোনগুলো বিলুপ্ত হয়ে গেছে, আর কোনগুলো আজও পালিত হচ্ছে, তা বুঝে ওঠা মুশকিল। তবে, এতো কিছুর পরও, ব্যাপারগুলোর আকর্ষণ কিংবা সাধারণ মানুষের জানার আগ্রহ কিন্তু মোটেও কমেনি।

 সকলের অগোচরে এই ধর্মীয় সংগঠনটির পালন করা এমনই কিছু গোপন প্রথা ও রীতি ----

--একে অন্যের বিরুদ্ধে তারা কখনওই সাক্ষ্য প্রদান করে না


ফ্রিম্যাসনরা এ নিয়মটি খুবই গুরুত্বের সাথে মেনে চলে। কোনো বিচারে একজন ফ্রিম্যাসন কখনওই অন্য একজন ফ্রিম্যাসনের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ দেয় না। বিচারে সাক্ষ্য দেয়ার আগে যদিও প্রতিটি মানুষকেই শপথ করানো হয়। অর্থাৎ প্রয়োজনে তারা শপথভঙ্গ করার মতো পাপ করতেও রাজী। কারণ তাদের কাছে, শপথভঙ্গ করার চেয়ে স্বজাতিকে রক্ষা না করাটা অনেক বেশি পাপের কাজ ।

 --গোপন হ্যান্ডশেক


যদিও ফ্রিম্যাসনরা সাধারণত তাদের গোপন ব্যাপারগুলি কখনও সরাসরি স্বীকার করেনা। কিন্তু, তাদের আছে হ্যান্ডশেক করার এক বিশেষ পদ্ধতি- যার নাম ম্যাসনিক হ্যান্ডশেক। ধারণা করা হয়, বিপদে পড়লে ফ্রিম্যাসনরা বিশেষ কোনো মন্ত্রও পড়ে। তাদের বিশ্বাস এতে অন্য ফ্রিম্যাসনরা তার সাহায্যে ছুটে আসতে পারবে। কথিত আছে, মোরমনিজম এর প্রতিষ্ঠাতা, জোসেফ স্মিথ মৃত্যুর সময় সেই মন্ত্র পড়েছিলেন ।

ফ্রিম্যাসনারি প্রতীক। কম্পাস এবং স্কয়্যার এর মানে সহজেই বোঝা যায়। মাঝখানের ইংরেজি ‘G’ অক্ষরটি God এবং Geometry- এ দুটি শব্দের প্রতীক। ফ্রিম্যাসনরা মনে করে ঈশ্বর হলেন মহাবিশ্বের Grand Architect এবং জ্যামিতির জ্ঞান ব্যতীত স্থাপত্যবিদ্যা সম্ভবপর নয়। এ কারণেই উনিশ শতকের একজন প্রখ্যাত ফ্রিম্যাসনারি লেখক অ্যালবার্ট পাইক-এর একটি বইয়ের প্রথম পৃষ্ঠায় রয়েছে ইউক্লিড- এর উক্তি।  


--তাদের আছে একাধিক গোপন পাসওয়ার্ড


এ ব্যাপারটা যদিও অনেকেই জানেন। কিন্তু, সাধারণত সবাই মনে করে, ফ্রিম্যাসনদের একটি মাত্র গোপন পাসওয়ার্ড আছে। প্রকৃতপক্ষে, নানান পরিস্থিতিতে এবং উদ্দেশ্যে ব্যবহার করার জন্য তারা ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করে। প্রতিটি সিক্রেট পাসওয়ার্ডের শেষ সিলেবল অনুসারে নাম আছে এমন কাউকে খুন করার মধ্য দিয়ে সেই পাসওয়ার্ডটির ব্যবহার শুরু হয়। এমনই একটি পাসওয়ার্ড হলো “মর-বন-জি”, যদিও প্রকৃত শব্দটা খুব কম লোকেই জানে। একই ভাবে, শুধুমাত্র অনুষ্ঠানগুলোতে বিশেষভাবে ব্যবহার করার জন্য ফ্রিম্যাসনরা একটি পাসওয়ার্ড ব্যবহার করে থাকে, সেটি হলো “টু-ব্যাল-কেইন” ।

---অনুষ্ঠানে ফাঁসির দড়ি


সাধারণত, ম্যাসনরা তাদের প্রাথমিক অনুষ্ঠানগুলোকে খুবই মনোমুগ্ধকর বলে বর্ণনা করে থাকে। কিন্তু, কোনো অনুষ্ঠানে ফাঁসির দড়ির উপস্থিতিকে কি স্বাভাবিক বলা যায়? এর প্রকৃত অর্থ কিংবা উদ্দেশ্য বলা কঠিন। কেউ কেউ বলেন, এটা নীরবতা বজায় রাখতে জোরারোপ করার এক নীরব হুমকি। কেউবা আবার একে নাড়ি (Umbilical Cord) হিসেবে ব্যাখ্যা করে থাকেন। যে যাই বলুক না কেন, ব্যাপারটা যে একটু অস্বাভাবিক তাতে সন্দেহের কোনো অবকাশ নেই ।

--সূর্যের প্রতি ভালবাসা


ফ্রিম্যাসনদের বিশ্বাস, পূর্বদিক পুনর্জন্মের প্রতীক। আর আকাশের বুকে সূর্যের গৌরবান্বিত যাত্রা দেখে তারা গেয়ে ওঠে সূর্যের জয়গান। ম্যাসনিক লজগুলো এজন্য পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে বানানো হয় যেন, সৌরশক্তিকে তারা নিজেদের কাজে ব্যবহার করতে পারে ।

 --নাস্তিকদের কোনো স্থান নেই


আপনি যদি নাস্তিক হয়ে থাকেন, তাহলে, ফ্রিম্যাসনদের পরিবারে আপনার কোনো স্থান নেই। একজন ফ্রিম্যাসন হবার প্রথম এবং প্রধান শর্ত হলো, অবশ্যই কোনো শক্তিমান সত্ত্বায় আপনার বিশ্বাস থাকতে হবে। যদিও, সে শক্তিমান সত্ত্বার পরিচয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু, আপনাকে অবশ্যই সেই সত্ত্বার প্রতি নিজেকে সমর্পণ করতে হবে। প্রয়োজনে আপনি মিথ্যাও বলতে পারেন। কিন্তু, ধর্মীয় অনুসারী হওয়াকে তারা শ্রদ্ধার সাথে দেখে। পাশাপাশি, ঐতিহ্যগতভাবে অবাঞ্ছিত জনগোষ্ঠীগুলো যেমন, সমকামী জনগোষ্ঠীকে ম্যাসনারিতে স্বাগত জানানো হয়। একটু আজব হলেও সত্য যে, তাদের মন্দিরগুলোতে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। অনেক গ্রুপই অবশ্য আজকাল এর বিরোধিতা করছে।

--বিভিন্ন দেশের রাজনীতি এবং অর্থনীতি তারাই নিয়ন্ত্রণ করে!


ম্যাসনদের অফিসিয়াল দুর্নীতির বহু নজির আছে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই এসব দারুণভাবে ধামাচাপা দেয়া হয়। প্রায় অর্ধ মিলিয়ন ম্যাসন ছড়িয়ে আছে ইংল্যান্ডের ব্যাংকিং, রাজনীতি এবং সরকারী খাতে। এমনকি হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়গুলোও তারাই নিয়ন্ত্রণ করে থাকে।

--ডলার নোটে ম্যাসনদের চিহ্ন 


কখনও কি ভালভাবে আমেরিকান ডলার নোট খেয়াল করেছিলেন? যদি খেয়াল করেই থাকেন, তাহলে নিশ্চয়ই, পিরামিডের ওপর সেই রহস্যময় চোখ আপনার নজর এড়ায় নি। এটি ফ্রিম্যাসনদের অন্যতম একটি চিহ্ন। আর এর নিচে ল্যাটিন ভাষায় লেখা আছে ফ্রিম্যাসনদের নীতিবাক্য, যার অর্থ, "নিউ ওয়ার্ল্ড অর্ডার"। অনেকের মতে, এটা ফ্রিম্যাসনদের প্রভাবে করা হয়নি। বরং ডিজাইন কমিটিতে থাকা একমাত্র ফ্রিম্যাসন- বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের প্রস্তাবনাতেই এই চিহ্ন ডলার নোটে বসানো হয়েছিল।

--অ্যান্ডার ব্রিভিক ছিলেন একজন ম্যাসন


২০১১ সালে নরওয়েতে গণহত্যাকারী ব্রিভিক ছিলেন অসলোর সেইন্ট ওলাফ লজের একজন সদস্য। পরবর্তীতে, তাকে মৌখিকভাবে বহিষ্কার করা হলেও, প্রতিষ্ঠানটির সাথে তার সম্পৃক্ততা কখনওই ছিন্ন হয়নি ।

--মহাকাশ অভিযানে ম্যাসনদের অবদান 


অনেকেই বলেন, ম্যাসনদের প্রধান উদ্দেশ্য পৃথিবীর কর্তৃত্ব নেয়া। কিন্তু, কোনো কোনো ম্যাসনদের হয়তো আবার চাঁদের দিকেও নজর আছে। বাজ অলড্রিন সহ অ্যাপোলো প্রোগ্রামের মহাকাশচারীরা প্রত্যেকেই ছিলেন স্বপ্রণোদিত ম্যাসন। তারা বিশেষ ছাপ রেখে এসেছে চাঁদের বুকে। কে জানে, অলড্রিন আবার তার টেক্সাসের ম্যাসনিক লজের জন্য চাঁদের বুকে নিজেদের অধিকারও দাবী করে বসতে পারেন! পৃথিবীর মাটি ছাড়িয়ে তখন ফ্রিম্যাসন বৃক্ষের শাখা-প্রশাখাও হয়তো ছড়িয়ে যাবে মহাকাশে ।



ফ্রিম্যাসোনারি গোষ্ঠীর সঙ্গে মধ্যযুগের ক্রসেড-যুগের নাইট টেম্পলার দের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।’ চতুদর্শ শতকে যাদের ওপর ধর্মদ্রোহীতার অভিযোগে গির্জা এবং রাষ্ট্রের খড়গ নেমে আসে । তা সত্ত্বেও তাদের অনেকেই স্কটল্যান্ড এবং অন্যত্র পালিয়ে যেতে পেরেছিল। এ প্রসঙ্গে Born in Blood, The lost secrets of Freemasonry বইতে জন জে. রবিনসন লিখেছেন: ...some French Templars fled to Scotland after the suppression of the Order, fearing persecution from both Church and state. ফেরারি নাইট টেম্পলাররা স্কটিশ stonemason দের কুটিরে অর্থাৎ লজে আশ্রয় নেয়। তারা মেইসনদের আনুগত্য এবং virtues of chivalry শেখায়। কী ভাবে? মেইসনদের হাতিয়ারগুলি প্রতীক হিসেবে ধরে নিয়ে। এভাবে নাইট টেম্পলার সংঘটি এক নতুর রূপ নেয়। স্কটল্যান্ডের রোজলিন নামে একটি গ্রাম আছে। সেই গ্রামে পঞ্চদশ শতকের মধ্যভাগে নির্মিত একটি গির্জায় সেই রূপান্তরের ছাপ স্পষ্ট। তারপর ১৭১৭ খ্রিস্টাব্দে লন্ডনে ম্যাসনদের United Grand Lodge of England প্রতিষ্ঠিত হয়। রবিনসন মনে করেন, তার আগ পর্যন্ত নাইট টেম্পলারদের সংঘটি স্কটিশ stonemason দের মধ্যে টিকে ছিল। এরপর ইউরোপে সামাজিক পরিবর্তন আসে, ফলে নাইট টেম্পলারদের মেইসনিক লজেও আমূল পরিবর্তন আসে।

মধ্যযুগের মেইসনদের (মেইসন= somebody who works with stone) সঙ্গে ফ্রিম্যাসনারি গোষ্ঠীর এক বিশেষ সম্পর্ক রয়েছে।  তাদের প্রতিষ্ঠিত ব্যাঙ্কের ওপর ইউরোপের ধনী অভিজাত এবং শাসকবর্গের আস্থা ছিল। সুতরায় নাইটরা হয়ে ওঠে ধনী ব্যাঙ্কার এবং এভাবে তারা প্রভূত অর্থের মালিক হয়ে ওঠে। এবং সে অর্থে তারা ইউরোপজুড়ে বিশাল বিশাল সব দূর্গ এবং ক্যাথিড্রাল নির্মান করেছিল এবং এর ফলে তারা প্রথম Stonemason দের সংস্পর্শে আসে। মেইসনদের বিশেষ কারিগরি জ্ঞান ছিল- যে জ্ঞানকে আধ্যাত্মিক ভাবা হত, হয়তো আজও ...জ্যামিতি তো কেবল গণিতের শাখা নয় ... সে অপার্থিব এক জগতের ইঙ্গিত দেয় ... এই জ্ঞানের সঙ্গে নাইট টেম্পলারদের নিজস্ব নিগূঢ় জ্ঞানের সংযোগ ঘটেছিল। যে জ্ঞানের সমন্বয়ের ফলে পরবর্তীকালে ফ্রিম্যাসনারি গোষ্ঠীর উদ্ভব বলে অনেকেই মনে করেন।
মানবসভ্যতায় পাথর কেটে স্থাপত্য নির্মাণ বহু প্রাচীন ঐতিহ্য। এ ক্ষেত্রে প্রাচীন মিশরই পথিকৃৎ । বিশেষ করে প্রাচীন মিশরের পিরামিড যুগের মেইসনরা বিশেষ এক গাণিতিক জ্ঞান আয়ত্ম করেছিল, যাকে গূহ্য এবং নিগূঢ় মনে করা হত। পরবর্তী যুগের মেইসনরা পিরামিড নির্মাণকারী সেই আদি মেইসনদের শ্রদ্ধা করত। কারিগরি ও গাণিতিক জ্ঞান অনেকটা গুপ্ত উপায়ে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছেছিল।
প্রাচীন মেইসনদের নিগূঢ় এবং রহস্যময় কারিগরি জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে মধ্যযুগ পৌঁছেছিল। মধ্যযুগের ক্যাথিড্রাল এবং দূর্গ নির্মাণকারী মেইসনরা সেই জ্ঞান প্রয়োগ করেছিল।
মধ্যযুগের ইউরোপে ক্যাথিড্রাল নির্মাণের যুগে মেইসনরা ছিল স্বাধীন। এর অর্থ- তারা ইউরোপের যে কোনও অঞ্চলে সীমান্ত অতিক্রম করে চলে যেতে পারত । এই কারণে তাদের বলা হত Freemason. তাদের বিশেষ কারিগরি জ্ঞান থাকলেও তারা ছিল শিক্ষাবঞ্চিত; তারা লিখতে-পড়তে জানত না। সে জন্য তারা নিজেদের মধ্যে বিশেষ সঙ্কেত ব্যবহার করত। এর অন্যতম অন্যতম হল করমর্দন।
হাইরাম আবিফ-এর হত্যাকান্ডটি ঘটেছিল দুপুর বেলায়। খুনিরা তাঁর মৃতদেহ রাবিশের নীচে লুকিয়ে রাখে এবং রাত্রে অত্যন্ত গোপনে নিকটবর্তী এক পাহাড়ে সমাহিত করে। পরের দিন খুনিরা ধরা পড়ে এবং ব্যাপারটা জানাজানি হয়ে গেলে রাজা সলোমনের কানে যায়। তিনি করিগরদের নিয়ে পাহাড়ে যান। তারপর কারিগররা হাইরাম আবিফ কে কবর থেকে টেনে তুলতে ব্যর্থ হলে রাজা সলোমন প্রবল বিক্রমে সিংহের থাবায় হাইরাম আবিফ কে কবর থেকে টেনে তোলেন এবং যাদুকরী শক্তিতে নবজীবন দান করার চেষ্টা করেন । টেনে তোলার বিশেষ ধরণের কারণেই মেইসনদের করমর্দন ছিল ভিন্ন ধরনের। আমাদের মনে রাখতে হবে মধ্যযুগের মেইসনদের কাছে রাজা সলোমন এবং হাইরাম আবিফ ছিলেন আদর্শস্থানীয়। রাজা সলোমনের ‘গ্রিপ’ ভিন্ন ছিল বলেই মেইসনদের ‘গ্রিপ’ও ভিন্ন ধরনের। বর্তমান কালেও ফ্রিম্যাসনদের handshake ভিন্ন ধরনের যা ওই গোষ্ঠীর বাইরে সাধারণ মানুষ ব্যাপক কৌতূহল ও বিস্ময় সৃষ্টি করে ।


মধ্যযুগের ফ্রিম্যাসনদের বলা হত operative mason. এর অর্থ তারা কর্মরত। তারা বাস করত কুটিরে। এই কুটিরগুলোকে বলা হত ‘লজ’; সাদামাটা লজগুলি তৈরি করা হতো নির্মীয়মান ক্যাথিড্রাল বা দূর্গের আশেপাশে। ফ্রিম্যাসনরা ছিল দরিদ্র; তবে জ্ঞানী। তাদের হৃদয়ে ছিল জ্ঞানের আলো। তারা লজে বসে নানা বিষয়ে আলোচনা করত। এর মধ্যে অন্যতম ছিল মহাবিশ্বের 'মাস্টার ম্যাসন' ঈশ্বর, গণিত এবং তার অপার বিস্ময়। কখনও প্রাচীন পিরামিডের স্থাপত্য কৌশল ... কখনও-বা খ্রিস্টপূর্ব দশম শতকে জেরুজালেমে নির্মিত টেম্পল অভ সলোমন -এর ‘মাস্টার মেইসন’ হাইরাম আবিফ ...
মধ্যযুগের মেইসনরা ষোড়শ শতকে গঠন করেছিল সংঘ বা guild; সেই গিল্ডে ছিল গনতন্ত্র এবং সাম্য। মাস্টার মেইসনকে গনতান্ত্রিক উপায়ে নির্বাচিত করা হত। গিল্ডের সদস্যরা সহযোগী কারিগরদের (এদের বলা হয় ‘ Fellow Craft’) ভালোমন্দের খোঁজখবর নিত। কেনন, তৎকালীন মধ্যযুগীয় রাষ্ট্রটি কল্যানমূলক ছিল না। কোনও মেইসন অসুস্থ হলে বা মৃত্যুবরণ করলে কোনও ধরণের রাষ্ট্রীয় সাহায্য ছিল না। সুতরাং মেইসনদের গিল্ড তহবিল গঠন করেছিল।
পরবর্তীতে মেইসনদের লজে যোগ দিয়েছিল একদল স্বশিক্ষিত এবং জ্ঞান অনুরাগী আলোকিত মানুষ। পরবর্তীকালে যাদের বলা হয় speculative mason. এই আলোকিত মানুষগুলি gentlemen masons নামেও পরিচিত ছিল। কিন্তু মেইসনদের লজে সেই সব স্বশিক্ষিত এবং জ্ঞান অনুরাগী আলোকিত মানুষদের যোগ দেওয়ার কি কারণ? মেইসনদের লজগুলি ছিল অনেকটা আজকের যুগের ‘পাঠচক্রের’ মতো, যেখানে জ্ঞানচর্চা হত। ফ্রিম্যাসনদের প্রতীক ছিল কম্পাস এবং স্কয়্যার; এবং এর মানে সহজেই বোঝা যায়। মাঝখানের ইংরেজি 'G’ অক্ষরটি God এবং Geometry এ দুটি শব্দের প্রতীক। ফ্রিম্যাসনরা মনে করে ঈশ্বর হলেন মহাবিশ্বের Grand Architect এবং জ্যামিতির জ্ঞান ব্যতীত স্থাপত্যবিদ্যা সম্ভবপর নয়। এ কারণেই উনিশ শতকের একজন প্রখ্যাত ফ্রিম্যাসনারি লেখক অ্যালবার্ট পাইক-এর একটি বইয়ের প্রথম পৃষ্ঠায় রয়েছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের গ্রিক গণিতবিদ ইউক্লিড- এর উক্তি।
মধ্যযুগে সমগ্র ইউরোপ ছিল খ্রিস্টীয় গির্জার কঠোর নিয়ন্ত্রনে। তারা এক বিশেষ ধরণের ‘সত্য’ লালন করত। সেই সত্যের বাইরে তারা কোনও ভিন্নমত সহ্য করত না। কিন্তু মানবমন কৌতূহলী বলেই সে প্রতিষ্ঠিত সত্যকে নেড়েচেড়ে দেখতে চায়। কাজেই ষোড়শ এবং সপ্তদশ শতকের ইউরোপের একদল স্বশিক্ষিত জ্ঞান অনুরাগী মানুষ বাস্তব জগতের বাস্তব ব্যাখ্যায় অনুসন্ধানে ব্রতী হয়। ইউরোপের ওই যুগটি Age of Enlightenment বা ‘জ্ঞানদীপ্তির যুগ’ হিসেবে চিহ্নিত।  জ্ঞানদীপ্তি যুগের সেইসব আলোকিতগণ সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ব বোধে উদ্বুদ্ধ হয়ে নিয়মিত মেইসন লজে যেতেন । অশিক্ষিত মেইসনরা যে নিগূঘ জ্ঞানের চর্চা করত, speculative mason-রা সেই জ্ঞানের বিষয়টি বুঝতে চাইলেন ঐতিহাসিক এবং যৌক্তিক চিন্তার প্রেক্ষাপটে। এভাবে প্রাচীন প্রজ্ঞা এবং আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটেছিল। এবং ইউরোপে একটি সমাজবিপ্লব হয়ে উঠল আসন্ন!
জ্ঞানদীপ্তির যুগে নিউটন গীর্জা কর্তৃক প্রতিষ্ঠিত সত্য অস্বীকার করে নিজস্ব বুদ্ধি এবং যুক্তিবোধের ওপর প্রকৃতি ও বিশ্বজগৎকে বোঝার চেষ্টা করলেন। আলকেমি বিষয়ে নিউটনের গভীর কৌতূহল ছিল । তিনি ‘ফিলসোফারস স্টোন’ (The philosopher's stone (Latin: lapis philosophorum) is a legendary alchemical substance said to be capable of turning base metals (lead, for example) into gold (chrysopoeia) or silver.) নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। তিনি মনে করতেন খ্রিস্টপূর্ব দশম শতাব্দীতে নির্মিত জেরুজালেমের টেম্পল অভ সলোমন-এর নকশার বিন্যাসে ‘ফিলসোফারস স্টোন’- তৈরির ইঙ্গিত রয়েছে। নিউটন এ ক্ষেত্রে ব্যর্থ হলেও একটি বিষয় আমাদের কাছে পরিস্কার যে টেম্পল অভ সলোমন-এর স্থাপত্যরীতি এবং এর প্রধান স্থপতি বা ‘মাস্টার মেইসন’ বারবার ইউরোপের ইতিহাসে আলোচিত হয়েছেন
ইউরোপীয় রাজনীতির ওপর জ্ঞানদীপ্তির যুগের অনিবার্য প্রভাব পড়েছিল। ১৬৪৯ খ্রিস্টাব্দে স্বৈরাচারী ইংল্যান্ডের রাজা প্রথম চালর্সকে মৃত্যুদন্ড দেওয়া হয়; এরপর পার্লামেন্ট বা আইনসভার ভূমিকা হয়ে ওঠে মূখ্য, রাজতন্ত্রের ক্ষমতা খর্ব করে ইংল্যান্ডে রিপাবলিক গঠন করা হয়। রাজা চতুদর্শ লুই শাসিত ফ্রান্স এবং ইউরোপরে অন্যত্রও নিরঙ্কুশ রাজতন্ত্রের ভিত কেঁপে ওঠে। একই সঙ্গে জ্ঞানদীপ্তির যুগের আলোকিতগণের ওপর নেমে আসে রাষ্ট্রের নির্যাতন। স্বাধীন চিন্তা গির্জা এবং গির্জার পৃষ্ঠপোষক রাজতন্ত্রের অন্তরায় বলে গির্জা রাজতন্ত্রের পক্ষে অবস্থান নেয় । গির্জার নির্যাতন, যাকে ‘ইনকুইজিশন’ বলে, সেটি অবশ্য আরও আগে থেকেই অব্যাহত ছিল। জ্ঞানদীপ্তির যুগের আলোকিতগণ রাষ্ট্র ও গির্জার পৃথকীকরণের সঙ্গত দাবি তুলেছিল। এখান তারা লুকিয়ে প্রাণ বাঁচাতে চাইল । ফ্রিম্যাসনদের লজ হয়ে উঠেছিল তাদের নিরাপদ আশ্রয়। এর আগেই ফ্রিম্যাসনদের গনতন্ত্র এবং সাম্যের বোধ তাদের আকর্ষন করেছিল।

১৭১৭ সালের ২৪ জুন লন্ডনে প্রথম ফ্রিম্যাসনদের গ্রান্ড লজ প্রতিষ্ঠিত হয়। প্রধান উদ্যোক্তা ছিলেন আইজাক নিউটনের এক বন্ধু। গ্রান্ড লজ-এর
প্রথম গ্রান্ড মাষ্টার হন আন্থনি সেয়ার।  ১৭১৭ সালে আধুনিক ফ্রিম্যাসন গোষ্ঠীর যাত্রা শুরু। তাদের লিখিত চার্টারে প্রথম ধারাটি ছিল ধর্মীয় সহনশীলতা। গনতান্ত্রিক উপায়ে গ্রান্ড মাষ্টার নির্বাচিত করা হত (কেননা,মধ্যযুগের মেইসনরা গনতান্ত্রিক উপায়ে তাদের মাস্টার মেইসন নির্বাচিত করত) যা ইউরোপীয় সমাজে প্রভাব ফেলেছিল। তবে খ্রিস্টপূর্ব দশম শতাব্দীর প্রধান স্থপতি বা Master Mason হাইরাম আবিফ এর স্মৃতি লজের সদস্যদের (কৃত্যের রিচুয়াল) মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে।

এসব কারণেই পরবর্তীকালে ফ্রিম্যাসনারী গোষ্ঠীতে এক প্রতীকময় ভাষা তৈরি হয়, যা গোষ্ঠীর বাইরে সাধারণ মানুষের কাছ গুপ্ত এবং রহস্যময় বলে মনে হয়।
ফ্রিম্যাসনদের ওপর যথাসময়ে গির্জার খড়গ নেমে এসেছিল । দীর্ঘকাল ধরেই রোমান ক্যাথলিক চার্চ ফ্রিম্যাসনদের কট্টর সমালোচনা করে আসছিল। ফ্রিম্যাসনদের গোষ্ঠীতে যোগদানের ওপর ১৭৩৮ খ্রিস্টাব্দে নিষেধাজ্ঞা জারি হয়; বলা হয় যে- কোনও ক্যাথলিক ওই অশুভ সংঘে যোগ দিলে তাকে বহিস্কার করা হবে। ফ্রিম্যাসনদের ওপর গির্জার এই অক্রোশ পরবর্তীকালেও অব্যাহত থাকে।
ফ্রিম্যাসনারি গোষ্ঠীর সঙ্গে ইলুমিনাতি (Illuminati) নামে আরেকটি গুপ্ত গোষ্ঠীর সর্ম্পক অত্যন্ত গভীর। যে কারণে বলা হয়- The Freemasons and the Illuminati are hand in glove. কাজেই ইলুমিনাতি গোষ্ঠীর উত্থান, ইতিহাস ও উদ্দেশ্য সম্বন্ধে পরিস্কার ধারণা না থাকলে ফ্রিম্যাসনারি গোষ্ঠী সম্বন্ধে স্বচ্ছ ধারণা গড়ে উঠবে না। এ কারণেই এ পর্বের আলোচনার বিষয় ইলুমিনাতি । ইলুমিনাতি বিশ্বময় One World Order প্রতিষ্ঠা করতে চায় । এই উদ্দেশ্যে তারা ধর্মসমূহের বিনাশ চায়, সরকারগুলির উৎখাত চায়। ইলুমিনাতির শক্তির মূলে রয়েছে অকাল্ট (গূহ্য জ্ঞান) এবং ইকোনমি (অর্থনীতি)। এই গুপ্ত গোষ্ঠটি দীর্ঘদিন ধরে আর্ন্তজাতিক ব্যাঙ্ক, তেলব্যবসা, শিল্পকারখানা, এবং গুরুত্বপূর্ণ ব্যবসাবানিজ্য নিয়ন্ত্রণ করে আসছে। আর্ন্তজাতিক রাজনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকার কে প্রভাবিত করে আসছে।
Illuminati শব্দটির অর্থ:- ‘জ্ঞানের দীপমালায় উদ্ভাসন।’ তবে ইলুমিনাতি বলতে ক্ষুদ্র এক গুপ্ত গোষ্ঠীকে বোঝায়। এ বিষয়ে মাইক্রোসফট এনকার্টা লিখেছে: ... group claiming enlightenment: অথবা a group claiming to have received special religious or spiritual enlightenment, especially an 18th-century German secret society with deist (deism= rational belief in God: a belief in God based on reason rather than revelation and involving the view that God has set the universe in motion but does not interfere with how it runs. Deism was especially influential in the 17th and 18th centuries... ) ... and republican ideas. কিন্তু, প্রশ্ন হল কোন ধরণের জ্ঞান? মধ্যযুগে খ্রিষ্টীয় চার্চ চায় নি যে সাধারণ মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়াক বা মানুষ বিজ্ঞান চর্চা করুক । কাজেই একটি ক্ষুদ্র গোষ্ঠী জ্ঞানের জন্য ঈশ্বর-এর বিপরীত শক্তি (শয়তান)-এর আরাধনা করে। ইলুমিনাতির জ্ঞানের ভিত্তি সম্বন্ধে পশ্চিমে এরকম ধারণাই প্রচলিত।
অ্যাডম ভাইসার্ট ছিলেন জার্মানির (তৎকালীন বাভারিয়ার) ইনগলস্টাড বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক। তিনি ১৭৭৬ খ্রিস্টাব্দে ইলুমিনাতি গোষ্ঠীটি প্রতিষ্ঠিত করেন। ভাইসার্ট -এর পূর্বপুরুষ ইহুদি হলেও পরবর্তীতে তারা ক্যাথলিক ধর্ম গ্রহন করেছিল। পরিবারটির সঙ্গে জেসুইটস সম্প্রদায়ের সম্পর্ক ছিল। জেসুইটস সম্প্রদায়টি অকাল্ট এবং ভারতীয় যোগশাস্ত্র চর্চা করত বলে সম্প্রদায়টি ছিল রহস্যময় । অনেকের মতে জেসুইটস সম্প্রদায়ের গূহ্য প্রতীক এবং সংকেত পরবর্তী কালে ভাইসার্ট তার প্রতিষ্ঠিত গোষ্ঠীর প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন। ভাইসার্ট জার্মান ফ্রিম্যাসনারি লজ-এ যোগ দিয়েছিলেন। এরপর created the Illuminati as an organization within an organization, infiltrating numerous Masonic lodges and taking control of them, as well as the universities.ভাইসার্ট ইলুমিনাতি গোষ্ঠীকে ফ্রিম্যাসনারি গোষ্ঠীর ‘চূড়ান্ত স্তর’ হিসেবে দেখতেন।
জার্মানির মানচিত্রে ইনগলস্টাড এর অবস্থান। এখানেই অষ্টাদশ শতকের শেষে ইলুমিনাতি গোষ্ঠীর উদ্ভব হয়েছিল। অষ্টাদশ শতকে ইনগলস্টাড ছিল বাভারিয়ার অর্ন্তগত । অ্যাডম ভাইসার্ট -এর জন্মস্থান হওয়ায় ছোট্ট শহরটি আলোচনা উঠে এসেছে। যে ভাইসার্ট বলেছিলেন: G is Grace, the Flaming Star is the Torch of Reason. Those who possess this knowledge are indeed Illuminati.


ভাইসার্ট ইলুমিনাতি গোষ্ঠীর প্রতিষ্ঠান দিন হিসেবে ১৭৭৬ খ্রিস্টাব্দের মে মাসের ১ তারিখ বেছে নিয়েছিলেন । কেননা ওই দিনটি আদিম প্যাগানদের পবিত্র দিন। অনেকে কমিউনিষ্ট আন্দোলনকে ফ্রিম্যাসনারি এবং ইলুমিনাতি গোষ্ঠীর পরিকল্পিত ‘প্রজেক্ট’ বা ‘এজেন্ডা’ হিসেবে দেখেন। মে মাসের ১ তারিখ কমিউনিষ্টদের এক বিশেষ দিন। তা ছাড়া ওই ১৭৭৬ খ্রিস্টাব্দই American Declaration of Independence ঘোষিত হয়েছিল এবং মার্কিন ওই ঐতিহাসিক ঘটনার নায়কদের অনেকেই ছিলেন ফ্রিমেইসন যারা ইউরোপ থেকে অষ্টাদশ শতকে ‘নতুন বিশ্বে’ গিয়েছিল। (পরবর্তী পর্বগুলোয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ...)...যাক। ইলুমিনাতি গোষ্ঠীর ভিতরে ভাইসার্ট ছদ্মনাম ধারণ করেছিলেন। ভাইসার্ট এর ছদ্মনাম ছিল ‘স্পার্তাকাস’; যিনি বলেছিলেন: ইলুমিনাতি বিশ্বময় One World Order প্রতিষ্ঠা করতে চায় ।১৪ জুলাই, ১৭৮৯। ফ্রান্সের বাস্তিল দূর্গ জ্বলছে। ফরাসি বিপ্লবের পিছনেও ইলুমিনাতি গোষ্ঠীর প্রত্যক্ষ ইন্ধন ছিল বলে ঐতিহাসিকগণ ধারণা করেন।

 
Wes Penre লিখেছেন: ভাইসার্ট- এর ‘স্পন্সর’ ছিল ইউরোপের সম্পদশালী রথচাইল্ড পরিবার। পরিবারটি তখনও এবং এখনও ফ্রিম্যাসনারি গোষ্ঠীর হর্তাকর্তা। ফ্রিম্যাসনারি গোষ্ঠীতে 33 degrees বা স্তর রয়েছে। এই ৩৩ ডিগ্রির ওপরে ইলুমিনাতি গোষ্ঠীর নিজস্ব গ্রেড বা স্তর রয়েছে। এমন কী যারা ফ্রিম্যাসনারি গোষ্ঠী উচুঁ স্তরে বা লেভেলে অবস্থান করে তারাও এ বিষয়ে সচেতন নয়। বিষয়টি এমনই গোপন। ভাইসার্ট ১৮৩০ সালে মারা যান। তিনি সম্ভবত কোনও ফ্রিম্যাসনের হাতে খুন হয়েছিলেন। সে যাই হোক। আসলে ভাইসার্ট ছিলেন রথচাইল্ড পরিবারের মতো ইউরোপীয় অভিজাতদের ক্রীড়নক। কারণ ইউরোপীয় অভিজাতরাই ছিল ইলুমিনাতি প্রতিষ্ঠার মূলে। যারা ‘নিউ ওয়ার্ল্ড অডার’ প্রতিষ্ঠিত করতে চায়। ... যে ইউরোপীয় অভিজাতদের সঙ্গে প্রাচীন ব্যাবিলনের সরীসৃপ-কাল্টের একটি স্পস্ট যোগসূত্র রয়েছে।
স্বর্গরাজ্যে আদম ঈভ ও সরীসৃপ। গবেষকদের মতে ইলুমিনাতি এবং অন্যান্য ইউরোপীয় গুপ্তগোষ্ঠীর মূলে রয়েছে Brotherhood of the Snake; স্বর্গরাজ্যে যে সরীসৃপ ঈশ্বরের নির্দেশ অগ্রাহ্য করে আদমকে জ্ঞান দিয়েছিল বা আদমকে ‘ইলুমিনেট’ করেছিল বা আদমকে ‘জ্ঞানের দীপমালায় উদ্ভাসন’ করেছিল। সরীসৃপ কে ইংরেজিতে Snake ছাড়াও বলা হয় reptile । এই বিষয়টি নিয়ে ব্রিটিশ লেখক David Vaughan Icke বিস্তারিত গবেষনা করেছেন: ...David Icke identified the Brotherhood as originating from reptilians from the constellation Draco, who walk on two legs and appear human, and who live in tunnels and caverns inside the earth. অবশ্য এই তত্ত্বে আমার তেমন আস্থা নেই।

আসলে ভাইসার্ট এর মতোই ফ্রিম্যাসনারি এবং ইলুমিনাতি অভিজাত ইউরোপীয় রথচাইল্ড পরিবারের ক্রীড়নক; এবং গত ৩/৪ শ বছর ধরে ইউরোপ এবং আমেরিকার সব গুপ্ত গোষ্ঠীই ফ্রিম্যাসনারী এবং ইলুমিনাতির নিয়ন্ত্রণে।
 বর্তমানে ইলুমিনাতি নিয়ন্ত্রণ করছে ইউরোপ এবং আমেরিকার ১৩টি সম্পদশালী পরিবার; যাদের শক্তির মূলে রয়েছে অকাল্ট এবং ইকোনমি । ( যারা এই ধারাবাহিক পোস্টগুলো পড়ছেন তারা এরই মধ্যে জেনে গিয়েছেন যে মধ্যযুগের ইউরোপের নাইট টেম্পলারদের শক্তির মূলেও ছিল ওই অকাল্ট এবং ইকোনমি ) এই পরিবারগুলি ব্ল্যাক ম্যাজিক এবং অকাল্টচর্চা (মূলত শয়তানের উপাসনা) করে বলেই এদের বলা হয় ‘কৃষ্ণ অভিজাত’ বা ‘ব্ল্যাক নোবেলিটি’। বর্তমান বিশ্ব এই ‘শয়তান উপাসক’ সিক্রেট কাল্টই শাসন করছে। এদের পূর্বপুরুষও প্রাচীনকালে বিশ্ব শাসন করত। এরা আজও আজও আর্ন্তবিবাহের মাধ্যমে প্রাচীন রক্তের ধারা বা ‘ব্লাডলাইন’ অক্ষুন্ন রেখেছে। ...
ইলুমিনাতি ক্রমশ ‘এক সরকার’ এবং ‘নতুন বিশ্বব্যবস্থা’ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। উদ্দেশ্য সমগ্র বিশ্বকে দাসত্বে আবদ্ধ করে রাখা। এ জন্য তারা দীর্ঘ সময় অপেক্ষা করেছে। আধুনিককালে শিল্পায়ন এবং ‘ইর্ফেমেশন টেকনোলজি’ তাদের উদ্দেশ্য পূরণে সাহায্য করছে। ইলুমিনাতির অন্যতম উদ্দেশ্য হল ইউরোপ এবং আমেরিকার মতো উন্নত দেশগুলির জীবনযাত্রার মান নিচুস্তরে রাখা, যাতে রাষ্ট্র সহজেই জনগণকে নিয়ন্ত্রণ করতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল বিশ্বেও সামাজিক উন্নয়ন ঘটিয়ে জীবনযাত্রার মান উন্নত করে ইউরোপ এবং আমেরিকার মতো উন্নত দেশগুলির জীবনযাত্রার মানের সমকক্ষ করে তোলা।
পূর্বে একবার উল্লেখ করেছি যে ইলুমিনাতির প্রতিষ্ঠাতা অ্যাডম ভাইসার্ট-এর স্পন্সর ছিল রথচাইল্ড পরিবার। ইউরোপের সম্পদশালী রথচাইল্ড পরিবার ইলুমিনাতির প্রধান হয়ে উঠেছিল। কাজেই অ্যাডম ভাইসার্ট-এর মৃত্যুর পর তার গোপন পরিকল্পনা অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়নি। রথচাইল্ড পরিবারটি আজও তেরোটি ইলুমিনাটি পরিবারের অন্যতম। সিসিল রোহডস নামে একজন প্রভাবশালী ফ্রিম্যাসন নেতা পরিবারটিকে মদদ যুগিয়েছিল।
সিসিল রোহডস উনিশ শতকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ‘অভিন্ন বিশ্বব্যবস্থা’ নির্মাণের চেষ্টা করেছিলেন। রথচাইল্ড পরিবার সেই ‘এজেন্ডায়’ ‘স্পন্সর’ করেছিল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই পরিকল্পনারই ফল বলেই অনেকে মনে করেন। বিশেষ করে ২য় বিশ্বযুদ্ধের পর মানুষ হতাশ হয়ে পড়ে। ফলে তারা জাতিসংঘ প্রতিষ্ঠায় স্বস্তি পায়। শান্তিরক্ষাই জাতিসংঘের প্রধান কর্তব্য। কাজেই বিশ্বযুদ্ধ আর সংগঠিত হবে না।
ইলুমিনাতি অগ্রসর হয় সমস্যা -প্রতিক্রিয়া-সমাধান পদ্ধতিতে । বিশ্বযুদ্ধ সংগঠিত করে তারা সমস্যা তৈরি করে; এতে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া হয়; মানুষ সমস্যার সমাধান চায়। কাজেই জাতিসংঘ সৃষ্টি করে ইলুমিনাতি সমস্যার সমাধান করে -যা one further step toward a One World Government.
জাতিসংঘ প্রতিষ্ঠার পর ইলুমিনাতির পরবর্তী সাফল্য ইউরোপীয় ইউনিয়ন । যা, অনেক বিশ্লেষকের মতে, একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছে। বলা হচ্ছে অচিরেই ই ইউ-র সদস্য রাষ্ট্রগুলির ক্ষমতা এবং সার্বভৌমত্ম হ্রাস পাবে। একটি কেন্দ্রীয় সরকারের অধীনে মুষ্টিমেয় অভিজাত শাসকদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে ইউরোপ। এরাই গ্রিস এর অর্থনীতি ধ্বংস করে ফেলেছে। কাজেই প্রশ্ন ওঠে- who are running EU?? উত্তর The Freemasons and the Illuminati.

১৭১৭ সালের ২৪ জুন লন্ডনে প্রথম ফ্রিম্যাসনদের গ্র্যান্ড লজ প্রতিষ্ঠিত হয়। এর প্রধান উদ্যোক্তা ছিলেন আইজাক নিউটনের এক বন্ধু। প্রথম গ্র্যান্ড মাষ্টার নিযুক্ত হন আন্থনি সেয়ার। এর অল্প কিছুকাল পরই ফ্রিমেইসনরা ‘নতুন বিশ্বে’ পাড়ি জমায়। সেই নতুন বিশ্বের ভার্জিনিয়ার দক্ষিণে ক্যারোলিনায় ততদিনে প্রথম ইংরেজ বসতি গড়ে উঠছিল;এবং ১৭৩৩ খ্রিস্টাব্দের মধ্যেই জর্জিয়াসহ তেরোটি উপনিবেশের পত্তন হয়। নতুন উপনিবেশের ধর্মীয় বৈশিষ্ট্য ছিল বহু ধর্মসম্প্রদায়ের বহুমাত্রিক সমাবেশ, এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল জার্মান এবং ডাচ সংস্কারবাদীগণ, রোমান ক্যাথলিক এবং স্কচ-আইরিশ Presbyterians; এছাড়া অনেক রাজকীয় কর্মকর্তা এবং ব্যবসায়ী ছিলেন এঞ্জেলিকান। জোনাথন এডওয়ার্ড নামে একজন ধর্মপ্রচারক ১৭৪০ সালে যে ধর্মবিপ্লবের ডাক দেন তা The First Great Awakening নামে পরিচিত। এই ধর্মবিপ্লবের সময়েই ফ্রিমেইসনারি গোষ্ঠীর সদস্যরা উপনিবেশ-আমেরিকায় আসতে থাকে। অ্যালবার্ট পাইক নামে এই গোষ্ঠীর একজন তাত্ত্বিক মুক্ত এবং স্বাধীন আমেরিকায় পরবর্তীকালে উচ্চারণ করবেন: “Masonry, successor to the Mysteries (Babel, Mythras, Tummuz, Whicka,etc.) still follows the ancient manor of teaching.” [ “Morals and Dogma.p.22 ]

সপ্তদশ শতকজুড়ে হেনরি প্রাইস- এর তত্ত্বাবধানে ইংল্যান্ড থেকে ফ্রিমেইনারিরা আমেরিকায় আসতে থাকে। গ্র্যান্ড লজ অভ ইংল্যান্ড হেনরি প্রাইস কে উপনিবেশের অন্যত্র লজ প্রতিষ্ঠার দায়িত্ব দেয়। প্রাইস ১৭৩৩ খ্রিস্টাব্দের দিকে ফিলাডেলফিয়ায় আরেকটি লজ প্রতিষ্ঠা করেন। ১৭৭৫ খ্রিস্টাব্দে যে আমেরিকান বিপ্লব সূচিত হয়েছিল সেই সময়ের আগেই তেরোটি উপনিবেশে প্রায় ১৫০টি লজ প্রতিষ্ঠিত হয়েছিল । অগ্রসর ইউরোপীয় চেতনা (অর্থাৎ এনলাইটমেন্ট) ধারণ করত বলে বহু মানুষ লজে যোগ দেয়। নতুন উপনিবেশে ফ্রিমেইসনারি গোষ্ঠীটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে।
 ১৭৭৫ খ্রিস্টাব্দে আমেরিকান বিপ্লব । ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে উত্তর আমেরিকার তেরোটি উপনিবেশ যুদ্ধ ঘোষনা করে। এই বিপ্লবের পরই গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র । বিপ্লবের মূল কারিগরদের অনেকেই ছিলেন ফ্র্রিমেইসন।
১৭৭৪ খ্রিস্টাব্দের মধ্যেই প্রতিটি উপনিবেশ শাসন করার জন্য প্রাদেশিক কংগ্রেস গঠিত হয়। তবে তখনও ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি। যারা ওই সম্পর্ক বিচ্ছিন্ন করার কাজে মূল ভূমিকা রাখেন তারা হলেন: বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন হ্যানকক, পল রিভেরি, জন মার্শাল, জোসেফ ওয়ারেন এবং জন পল জোন্স। এরা সবাই মেইসন!
ফ্রিমেইসনারি গোষ্ঠী সদস্য হিসেবে জর্জ ওয়াশিংটন বাদে পরবর্তীতে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তারা হলেন-জেমস মনরো, অ্যান্ড্রু জ্যাকসন, জেমস কে. পোল্ক, জেমস বুচানান, অ্যান্ড্রু জনসন, জেমস এ. গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে, থিওডোর রুজভেল্ট, উইলিয়াম হাওয়ার্ড টাফট, ওয়ারেন জি. হার্ডিং, ফ্যাঙ্কলিন ডি.রুজভেল্ট, হ্যারি এস. ট্রুম্যান, জেরাল্ড আর. ফোর্ড। কোনও কোনও গবেষক অবশ্য মনে করেন যে থমাস জেফারসন এবং জেমস ম্যাডিসনও ছিলেন ফ্রিমেইসনারি গোষ্ঠী সদস্য। কিন্তু প্রমাণের অভাবে বিষয়টি নিশ্চিত নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিপেন্ট জর্জ ওয়াশিংটন ১৭৫২ খ্রিষ্টাব্দে ফ্রিম্যাসনারি সংঘে দীক্ষিত হন। ফ্রিম্যাসনারি মতবাদ সর্ম্পকে তাঁর ধারণা ছিল অত্যন্ত উঁচু । কেননা, তিনি, অর্থাৎ প্রেসিপেন্ট জর্জ ওয়াশিংটন ইউরোপের জ্ঞানদীপ্তি যুগের যুক্তিবাদের প্রতি আকৃষ্ঠ হয়েছিলেন। তবে তিনি রাজনৈতিক ব্যস্ততার কারণেই নিয়মিত লজের বৈঠকে অংশ নিতে পারতেন না। ১৭৭৭ খ্রিষ্টাব্দে ভার্জিনিয়া লজে যে কনভেনশন অনুষ্ঠিত হয় তাতে জর্জ ওয়াশিংটন কে গ্র্যান্ড মাষ্টার করার জন্য সুপারিশ করা হয়েছিল। যদিও জর্জ ওয়াশিংটন সে পদ গ্রহন করতে পারেননি সেই সময়কার যুদ্ধবিক্ষুব্দ রাজনৈতিক ডামাডোলের কারণে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অবস্থান ঠিক কোথায় হবে সেটি প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনই নির্ধারণ করে দিয়েছিলেন। সপ্তদশ শতকের শেষের দিকে ‘ডিসট্রিক্ট অভ কলম্বিয়ার’ পোটোম্যাক নদীর ধারে গড়ে উঠল ভবিষ্যৎ পৃথিবীর অন্যতম শক্তিশালী নগর ওয়াশিংটন ডিসি। যে শহরটি কিন্তু অন্য কোনও শহরের মতো নয়। কেন? ওয়াশিংটন ডিসি কে অত্যন্ত পরিকল্পিতভাবে একটি ম্যাসনারি-নগর গিসেবে গড়ে তোলা হয়েছিল। এবং সেই উদ্দেশ্যে শহরটি প্রধান প্রকৌশলী বা মাস্টার ম্যাসন হিসেবে Pierre Charles L’Enfante নামে একজন ফরাসি ফ্রিমেইসন কে নিযুক্ত করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে সপ্তদশ শতক থেকেই এদিকে যেমন ফ্রিমেইসর দের ধ্যানধারণা অনুযায়ী লজ এবং নিগূঢ় প্রতীক সম্বলিত ভবন গড়ে উঠছিল । তেমনি ফ্রিম্যাসনারি মতবাদের তাত্ত্বিক ভিত্তি জোরদার হচ্ছিল বিভিন্ন লেখকদের লেখায়। এদের অন্যতম ছিলেন অ্যালবার্ট পাইক, যিনি ছিলেন একাধারে আইনবিদ, কনফেডারেট কর্মচারী এবং একজন ফ্রিমেইসন। অ্যালবার্ট পাইক ১৮৪০ খ্রিস্টাব্দে ফ্রিমেইসন লজে যোগ দেন এবং ১৮৭১ সালে একটি বই লিখে ফ্রিমেইসন গোষ্ঠীর কৃত্য ও আচার অনুষ্ঠান নির্ধারণ করে দেন (a book that describes in detail the 33 ranks of Freemasonry, the stories and teachings associated with each rank, the rituals connected to each rank, and other lodge proceedings) সে বইয়ের নাম: Morals and Dogma of the Ancient and Accepted Scottish Rite of Freemasonry.
জর্জ ওয়াশিংটন এবং অন্য ম্যাসনারিরা আমেরিকান বিপ্লবে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে মার্কিন সমাজে তারা অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছিল। সাধারণ মার্কিনীদের মধ্যে তাদের ছিল প্রভূত সম্মান, তাদের জয়জয়াকার। যদিও সাধারণ নাগরিক তাদের গোপন পরিকল্পনা ঘুনাক্ষরেও টের পায়নি। অবশ্য ১৮২৬ খ্রিস্টাব্দে হাওয়া তাদের বিরুদ্ধে চলে যায়, তাদের সব হিসেব উলটে যায়। উইলিয়াম মরগ্যান নামে নিউইয়র্ক শহরের এক নাগরিক অপহৃত এবং খুন হন ফ্রিম্যাসনারিদের হাতে। উইলিয়াম মরগ্যান ফ্রিম্যাসনারি গোষ্ঠীতে যোগ দিয়েছিল। (ফ্রিম্যাসনারি গোষ্ঠীর নিয়ম এই যে কেউ গোষ্ঠীর গোপন ত্য ফাঁস করে দিলে তার শাস্তি মৃত্যুদন্ড!) After Morgan announced his intention to publish a book exposing Freemasonry’s “secrets”, he was arrested, kidnapped by Masons, and believed murdered. এতে স্ফূলিঙ্গের মতো মার্কিন যুক্তরাষ্টজুড়ে ফ্রিমেইসনবিরোধী রোষানল ছড়িয়ে পড়ে । নিউইর্য়কবাসী রাজনীতিবিদ থারলো উইড ম্যাসনারি-বিরোধী রাজনৈতিক দল গঠন করেন। যারা প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন এর বিরোধীতা করেছিলেন।
তবে আজও মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রিমেইসন গোষ্ঠীর প্রভাব অব্যাহত রয়েছে। বিভিন্ন ফ্রিমেইস লেখক এই গোষ্ঠীর পক্ষে নিরন্তর লিখে যাচ্ছেন। এদের একজন বিংশ শতকের ফ্রিম্যাসনারি তাত্ত্বিক ম্যানলি পামার হল । ইনি ১৯২৮ সালে The Secret Teachings of All Ages নামে একটি বই লিখেছেন। তিনি কি বিশ্বাস করতেন? দেখা যাক। ম্যানলি পামার হল লিখেছেন: “Man is a god in the making. And as the mystic myths of Egypt, on the potter’s wheel, he is being molded. When his light shines out to lift and preserve all things, he receives the triple crown of godhood.” The Lost Keys of Freemasonry, p. 92) ম্যানলি পামার হল আরও লিখেছেন: “European mysticism was not dead at the time the United States of America was founded. The hand of the mysteries controlled in the establishment of the new government for the signature of the mysteries may still be seen on the Great Seal of the United states of America. Careful analysis of the seal discloses a mass of occult and Masonic symbols chief among them, the so-called American Eagle. … the American eagle upon the Great Seal is but a conventionalized phoenix.

অধিকাংশ সিক্রেটগুলোই গল্পের আড্ডায় প্রচলিত হলেও, এদের অস্তিত্ব ঠায় বাক্যে অস্বীকার করাটা কিন্তু মোটেও সম্ভব নয়। অন্তত একটা বিষয় তো নিশ্চিত ভাবেই বলা যায় যে, ম্যাসনারি মোটেও হারিয়ে যাওয়া কিংবা বিলুপ্ত হওয়া কোনো ধর্মবিশ্বাস নয়। বরং ফ্রিম্যাসনরা একাধারে কাজ করে চলেছে, বিশেষ কোনো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে। যারা ছড়িয়ে আছে, আমাদেরই চারপাশে। মিশে আছে আমাদেরই মাঝে ।

No comments:

Post a Comment