Pages

Saturday, 20 April 2019

প্রাচীন ন্যানোটেকনোলজির নিদর্শন লাইকারগাস কাপ--

বর্তমান সময় ন্যানোটেকনোলোজি হলো সবচেয়ে আধুনিক প্রযুক্তির মধ্যে একটি। কিন্তু যদি বলা হয়-যে প্রযুক্তিকে বিশ্ব বর্তমানে অত্যাধুনিক বলছে; তা আসলে ১ হাজার ৬শ’ বছর আগেই ব্যবহার করা হয়েছে তাহলে?

1950-এর দশকে, ব্রিটিশ মিউজিয়ামটি লাইকারগাস কাপ নামে পরিচিত একটি প্রাচীন পাত্রের সন্ধান পায় , রাজা লাইকার্গাসের  চিত্র থাকার কারণে  এটির এরূপ নামকরণ করা হয়। কারুশিল্প চমৎকার ও  চিত্তাকর্ষকভাবে কাটা এবং নকশাকৃত। রোমান জাহাজের এই শ্রেণীটি খাঁচা কাপ হিসাবে পরিচিত, এবং তারা বেশিরভাগই চতুর্থ শতাব্দীতে  তৈরি হয়েছিল। এই অবিশাস্য রোমান প্রযুক্তি  ও কারুকার্যের নিদর্শন,  মাত্র পঞ্চাশ টি কাপ পৃথিবীতে অবশিষ্ট আছে  ।

স্পষ্টতই  কাপগুলি তৈরী করা খুব কঠিন এবং এতে কোন সন্দেহ নেই, তবে এই বিশেষ নমুনাটি পৃথক ছিল কারণ এটি একটি অদ্ভুত অপটিক্যাল ঘটনা প্রদর্শন করেছিল যা কয়েক দশক ধরে বিশেষজ্ঞদের হতবাক করেছে। স্বাভাবিক আলোতে, গ্লাসটি সবুজ রঙের দেখায়, কিন্তু পেছনের দিক থেকে আলোকিত করা হলে এটি লাল হয়ে যায়। প্রাথমিকভাবে, বিশেষজ্ঞরা নিশ্চিত ছিলেন না যে কাপটি কাঁচের  তৈরি ছিল, নাকি রত্ন পাথর দিয়ে তৈরী ছিল। 1990 সাল নাগাদ গবেষকরা বুঝতে পেরেছিলেন যে রঙ পরিবর্তন কীভাবে আনা হয়েছিল।

মনে করা হয়  যে গ্লাসটিতে সোনা ও রৌপ্য কণাগুলির  খুব সুক্ষভাবে প্রায়  50 মনোমিটার ডায়ামিটার অথবা একটি লবনদানার  এক হাজার মিটারেরও কম পরিমাণে  ব্যাসের আকৃতি করে বসানো হয়েছে ।পরিমাণগুলি এত সুক্ষ ছিল  যে গবেষকরা প্রথমে ধারণা করেন যে  গ্লাস নির্মাতারা ভুল করে সোনা ও রুপার গুঁড়ো মিশিয়ে ফেলেছিলো , এমনকি এটিও জানাতে পারেনি যে এই কণাগুলির জন্যই এরকম ক্রিয়া সংঘটিত হয় ।কিন্তু এরপর একইরকম  অন্যান্য গ্লাসগুলি  আবিষ্কারের ফলে বোঝা যায়  এই মিশ্রণগুলি পরিকল্পিতভাবে বানানো হয়।  প্রাচীন রোমান শিল্পীরা কোনোভাবে  বুঝতে পেরেছিলো  যে যখন আলোক কণা কাঁচে ঘেরা ক্ষুদ্রতম সোনা ও রুপার কণার উপর আঘাত করে, তখন এটি গ্লাসের রঙ পরিবর্তন করে। আধুনিক বিজ্ঞানে এই এফেক্ট এর  জন্য একটি নাম আছে-ডাইক্রোইজম এবং  যে গ্লাসটি এটি  প্রদর্শন করে তা ডাইক্রোইক গ্লাস নামে পরিচিত।

কিন্তু গল্প যে এখানে শেষ নয়! শুধু  সোনা ও  রূপা যোগ এই আশ্চর্য অপটিক্যাল বৈশিষ্ট্য উত্পাদন করা যাবে না। এর  জন্য স্বর্ণ এবং রূপালী কণাগুলিকে  'minute submicroscopic crystals' বা  'colloids' গঠন করতে হবে।  এই কোলয়েডগুলি তৈরী  করে  'light scattering phenomena' যার ফলস্বরূপ  'dichroic effects' - এর সৃষ্টি হয়।

প্রাচীন ইতিহাসে ন্যানো প্রযুক্তির আরো উদাহরণ রয়েছে। 800 খ্রিস্টাব্দে মায়া সভ্যতার লোকেরা 'Maya Blue'  নামের একটি ক্ষয় প্রতিরোধক  আকাশি নীল  রজক পদার্থ উৎপাদিত করে।
 চিত্তাকর্ষক শক্তি, ফাটল প্রতিরোধী এবং ব্যতিক্রমী তীক্ষ্ণ ও ধারালো  প্রান্তের জন্য পরিচিত দামাস্কাস ইস্পাতের তলোয়ার, যাতে ন্যানোস্কাল তারের এবং নলের মতো কাঠামো রয়েছে। এই তরোয়ালগুলি তৃতীয় ও 17 শতকের মাঝামাঝি মধ্য প্রাচ্যে উত্পাদিত হয়েছিল।

এটা কি হারিয়ে যাওয়া প্রাচীন জ্ঞান গুলির একটি  উদাহরণ যে দাবি গুলি অনেক গবেষকরা করে আসছেন এবং তাদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে? লাইকার্গাস কাপ ও অন্যান্য নিদর্শনগুলো সেইদিকেই কৌতূহল সৃষ্টি করে যাচ্ছে। এই কারিগররা ঠিকমত জানত যে তারা কী করছে ... প্রশ্ন হলো, তারা কীভাবে তা জানত?


No comments:

Post a Comment