Pages

Sunday, 16 February 2020

অপারেশন এইচ বা গ্র্যান্ড স্যাসো অপারেশন-

সময়টা 1943 সালের সেপ্টেম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাজি জার্মানির পক্ষে খুব একটা ভালো যাচ্ছিল না।
রাশিয়ানরা কর্সকে জার্মান আক্রমণ প্রতিহত করতে পেরেছিল এবং কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে গিয়েছিল।
এদিকে আফ্রিকার জার্মান সৈনিকদের উত্তর আফ্রিকা থেকে পিছু হটতে বাধ্য হতে হয়েছিল। ব্রিটিশ এবং আমেরিকানরা সিসিলিতে এসে গিয়েছিল যার ফলে ইটালি যুদ্ধ থেকে পিছু হটতে বাধ্য হয় এবং নতুন ইটালিয়ান সরকার প্রাক্তন স্বৈরাচারী বেনিতো মুসোলিনি কে গ্রেপ্তার করে এবং মিত্রপক্ষ ইটালির ভূমি দখল নেয় এবং তাদের ভিত শক্ত করে। হিটলার চাইছিলেন তার মিত্র মুসোলিনি কে বাঁচাতে এবং তিনি এস এস ক্যাপ্টেন অটো স্কোরযিনিকে নির্দেশ দেন তাকে ছাড়ানোর জন্য একটি অভিযান চালাতে এর জন্য হিটলার তাঁকে ব্যক্তিগতভাবে বার্লিনে ডাকেন।

লুফটওয়াফের প্যারাট্রুপার জেনারেল কুর্তি স্টুডেন্টকে এই কাজের জন্য কমান্ডো যোগানের দায়িত্ব দেওয়া হয়েছিল।
স্পেশাল অপারেশন এর ইতিহাসে এই অপারেশন আইক সবচেয়ে রোমাঞ্চকর অভিযানের মধ্যে অন্যতম। এবং এরপর স্কোরজেনি ইউরোপের সবচেয়ে ভয়ংকর মানুষ হিসাবে পরিচিতি পায়।
ইতালিয়ানরা মুসোলিনি কে ধরে অন্যত্র নিয়ে যায়। তাকে প্রথমে পঞ্জায় রাখা হয় তারপর লে মাদালেনা যে দুটো তেরহেনিয়ান সাগরের ছোট দ্বীপ ছিল। স্কোর জনি তার সব রকম গুপ্তচর কে কাজে লাগা ছিলেন মুসোলিনি কে খুঁজে বার করার জন্য। তারা জানতে পারলেন মুসোলিনি কে 26 আগস্ট ইটালির অপেনিন পর্বতের উপরে গ্র্যান্ড সাসো স্কি রিসোর্টে রাখা হবে। মুসোলিনি পেট ব্যথার অভিযোগ করেছিলেন এবং তাকে বিলাসবহুল ব্যবস্থার মধ্যে রাখা হয় এবং বন্দীর স্থানে অতিথির মত রাখা হয়। ইতালিয়ানরা হোটেলটা খালি করে দেয় এবং তাকে দুইশত কারাবিনিয়েরি বাহিনীর দ্বারা প্রহরায় রাখা হয়।
স্কোর জেনি ঠিক করেন আশেপাশের হেরা পর্বতের থেকে দুঃসাহসী গ্লাইডার মিশন করবেন কারণ স্থানটি প্যারাট্রুপার মিশনের পক্ষে উপযুক্ত ছিল না। স্থানটির থেকে তোলা ফটোগুলি দেখে তিনি ঠিক করলেন যে গ্লাইডাররা হোটেল এর পিছনের সমতল স্থানে নামবে। জার্মানরা ঠিক করেন এই অভিযানটি 12 সেপ্টেম্বর সাতটার সময় পরিচালন করবেন কিন্তু গ্লাইডার দেরিতে আসেন তাই বেলা একটার সময় মিশনটি পরিচালনা করা হয় 12 জনকে পাঠানো হলেও তাদের মধ্যে দুটো গ্লাইডার ক্রাশ করে যায় ফলে 10 জন নিয়ে অভিযানটি করতে হয় শুধু তাই না এরপর স্কোর যে নিয়ে জানতে পারেন যে হোটেলের পেছনের সেই স্থানটি পুরোপুরি সমতল নয় বরং খাড়া ঢাল আছে যা বোল্ডার দিয়ে ঘেরা। যদিও প্যারাট্রুপার জার্মান কমান্ডার হানস মোর্স সেটি দেখে অপারেশন পরিত্যাগ করার আদেশ দিলেও স্কোর জেনি গ্লাইডার দের আবার নির্দেশ দেন যে হোটেলের সামনের ছোট্ট সমতল খালি জায়গাটিতে নামার জন্য। একটি গ্লাইডার ক্রাশ করার ফলে কমান্ড ওরা নিজেদের মধ্যে আহত হয়। স্কোর জেনির পাইলট দক্ষতার সাথে হোটেলের প্রবেশপথের 30 ফুট দূরে বিমান নামাতে সক্ষম হয়। মোর্স এবং তাদের প্যারাট্রুপার বাহিনী রাস্তা দখল করতে এবং কোন আক্রমণের থেকে আটকানোর জন্য এলাকাটি ঘিরে ফেলে জেনারেল ফার্দিনান্দ সলেটি ইটালিয়ানদের ইতালিয়ান ভাষায় গুলি না করার জন্য আরজি করে এবং এটা কাজে দেয়। গ্লাইডার দের হোটেলের সামনে অবতরণ করার তিন মিনিট পর স্কোর জেনি মুসোলিনির সামনে দাঁড়িয়ে বলেন, "দ্বিতীয় ডিউস, আমাকে ফুয়েরার আপনাকে ছাড়ানোর জন্য পাঠিয়েছেন।" মুসোলিনি তাকে জড়িয়ে ধরেন এবং বলেন,"আমি জানি আমার বন্ধু অ্যাডাল্ট হিটলার আমাকে বিপদের সময় এইভাবে ফেলে রাখবে না". এতগুলো বিস্ময়কর ঘটনার মধ্যেও একটাও গুলি চলল না.
যেহেতু রুমের দিকে যাওয়ার রাস্তা খুব ভয়ঙ্কর মনে করা হচ্ছিল এবং প্যারাট্রুপার রা তাকে রক্ষা করার জন্য যথেষ্ট ভারী অস্ত্র নিয়ে আসেনি তাই প্লেন করা হয়েছিল যে এক প্রকার ছোট্ট টেক অফ নেওয়া বিমান যাকে সটর্চ বলা হয় তাকে হোটেলে নামিয়ে মুসোলিনি কে রোম এ নিয়ে যাওয়া হবে।

সটর্চ যা তৈরি করা হয়েছিল তিনজনকে বহন করার মত কিন্তু স্কোরজেনি আদেশ দিয়েছিলেন মুসোলিনি সহ অন্যান্যদেরও প্লেনে নিয়ে যাবেন এর ফলে প্লেন্টি ওভারলোড হয়ে নিচের দিকে পড়তে থাকলেও পাইলট তাকে পুনরায় উপরে নিয়ে যেতে সক্ষম হয় এবং দক্ষতার সাথে রোম নিয়ে যাওয়ার পর মুসোলিনি এবং স্কোর জেনি এইচ ই ওয়ান 111 বোম্বার এ করে ভিয়েনা এবং তারপরে বার্লিন যায়। দুদিন বাদে মুসোলিনি হিটলারের সাথে তার উলফ লেয়ার হেডকোয়ার্টারে দেখা করেন।
 ভিয়েনায় থাকাকালিন হিটলার ব্যক্তিগতভাবে স্কোর জেনিকে ফোন করেন এবং তার থেকে খবরটি জানেন। এরপর হিটলার তার পদোন্নতি করেন এবং এসএস থেকে মেজর হিসেবে নিযুক্ত করেন এবং তাঁকে নাইট ক্রস আওয়ার্ড দেন এবং বলেন," তুমি এমন একটি অভিযান সার্থক করেছিলে যা ইতিহাসে লেখা থাকবে"।
যদিও মুসোলিনি খুব বেশিদিন অধরা থাকেননি। এরপর হিটলার ফ্যাসিস্ট বাহিনীর অধিকৃত এলাকায় দায়িত্ব নেন এবং উত্তর ইতালিতে অনেক মানুষকে মৃত্যুদণ্ড দেন যারা তার বিরোধিতা করে। কিন্তু এরপর জানুয়ারি 1945 এ সুইজারল্যান্ডে জার্মান সৈনিকের পোশাকে তার পত্নী ইটালিয়ান রাজনীতিবিদ ক্লারা পেটাসির সাথে প্রবেশ করার সময় তাকে ধরে ফেলা হয় এবং তাদের গুলি করে হত্যা করা হয় এবং মিলানের সিটি স্কোয়ারে ঝোলানো হয়।
স্কোর যিনি যুদ্ধের পর টিকে থাকেন এবং পরবর্তীকালে ইজিপশিয়ান আর্মির উপদেষ্টা হিসাবে কাজ করেন। তাকে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদে নিযুক্ত করা হয় প্রাক্তন নাজিদের ইজিপ্টে রকেট সরবরাহ সম্পর্কে তথ্য প্রদানের জন্য কারণ তারা মনে করতেন এই অস্ত্র দিয়ে ইজরায়েলের উপর হামলা হতে পারে। 1975 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় এবং এরপর তার পরিবার অস্ট্রিয়ায় চলে যায়।


যদিও ইতিহাসে নাজিদের সবচেয়ে ভয়ংকর সম্রাজ্যবাদ হিসেবে ধরা হয় এবং আমরা যত কিছু খারাপ ভাবি তাদের সম্পর্কে তবুও স্পেশাল অপারেশন কিভাবে দক্ষভাবে পরিচালনা করতে হয় তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তারা রেখে গেছেন। কমান্ড ওদের কাছে যে পরিকল্পনা ছিল তা অভিযানের শুরুতে পরিবেশ এবং অন্যান্য কারণে বাধাপ্রাপ্ত হলেও অভিযানের নেতা তার উপস্থিত বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাঁড়া মসৃণভাবে অভিযানকে সফল করেন এবং একটি পুরো বাহিনী দিয়ে ঘেরা বন্দিকে একটা গুলিও না চালিয়ে ছাড়িয়ে আনতে পেরেছিলেন। কিভাবে অসম্ভব চাপের উপর দ্রুত এবং স্পষ্ট ভাবে ভাবা, অবস্থা অনুযায়ী বদলে শেখা এবং মানিয়ে নেওয়া এটি স্পেশাল অপারেশন এর প্রার্থীদের কাছে সবসময়ই একটি শিক্ষণীয় বিষয় হয়ে আছে।

No comments:

Post a Comment