Pages

Wednesday, 11 March 2020

রহস্যময় আফ্রিকান সাইক্লোন এবং হারপ এক্সপেরিমেন্ট--

2019 সালের মার্চে এক ভয়ানক ক্রান্তীয় সাইক্লোন ইডাই দক্ষিণ পূর্ব আফ্রিকার মোজাম্বিকে ভয়ানক ক্ষতি করে এবং ধ্বস নামায়। ঝড় টি প্রায় 17 দিন ধরে তান্ডব চালায় বিশাল এলাকা জুড়ে যার ফলে বন্যা এবং প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়। এই ক্ষতি প্রায় দু মাস পরেও চলতে থাকে কারণ সাইক্লোন পরবর্তীকালে প্রাণঘাতী কলেরা চারদিকে ছড়িয়ে পড়ে এবং সব ক্ষয়ক্ষতি মিলিয়ে প্রায় বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়।

যখন ইদাই এর মত মতো প্রাকৃতিক দুর্যোগ গুলি আসে তখন সাধারণতঃ মানুষের মনে প্রশ্ন জেগে থাকে কি কারনে এত নৃশংস ঘটনা ঘটছে হয়তো এটা ভগবানের অভিশাপ অথবা কোন দৈবশক্তির কারণে এবং এই সময় আফ্রিকান মানুষরা মনে করেন হয়তো ঈশ্বর না কোন রহস্যময় শক্তি এই ইডাই  এর কোপ তাদের ওপর নামায়।
হেরাল্ড এ প্রকাশিত হওয়া একটি রিপোর্টে মজাম্বিকান প্রেসিডেন্ট মানা গাওয়া নিজে এই ঝড়ের প্রতি এবং তার পরবর্তীকালে ক্ষয়ক্ষতির প্রতি সংশয় প্রকাশ করেন যখন তিনি ঝড়ে বিধ্বস্ত এলাকাগুলি প্রদক্ষিণ করেন তিনি ইঙ্গিত দেন যে কোন অজানা শক্তি এই ধরসনা মা এবং অন্যান্য ক্ষয়ক্ষতির পিছনে রয়েছে।
কিছু স্থানে বৃষ্টি নামার আগেই ধস নেমেছিল এবং স্থানীয়দের মতে তারা কিছু শব্দ শুনতে পায়ে যার পর পাহাড় থেকে প্রচুর কাদামাটি নেমে আসে এবং তার প্রায় দু'ঘণ্টা বাদে বৃষ্টি নামে এটা সত্যিই রহস্যময় যা সত্যিই রহস্যময়।

বর্তমানে আফ্রিকান ম্যাগাজিন এই সংসার টা কি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে তারা প্রশ্ন করেছে এই ইডাই কি কোন ভূতাত্ত্বিক বা জিও ফিজিকাল ওয়ার ফেয়ারের ফসল?
'নিউ আফ্রিকান' এর মতামত অনুযায়ী এই ঝড় টি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল ইউনাইটেড স্টেটস দাঁড়া এবং নতুন তথ্য নির্দেশ করে সাইক্লোন আগাই ইউএসএর ইলেক্ট্রোম্যাগনেটিক এবং জিও ফিজিকাল ওয়ারফেয়ার প্রোগ্রাম যাকে আমরা  হারপ বলে জানি তার ফসল।

প্রতিবেদনে তারা বলে যে মোজাম্বিক এবং জিম্বাবুয়ে বাসিন্দারা মনে করেন এই প্রাকৃতিক দুর্যোগ হারপ এর নতুন রিসার্চ ক্যাম্পেইনের ফসল যেটা মার্চের শেষের দিকে শুরু হয়েছিল।
এর আগেও আলাস্কার যেনোকায় একই সময়ে একটি ভূমিকম্প আঘাত করে যার ফলে পরীক্ষাটি একটু দেরিতে হয়। হারপের সরকারি ওয়েবসাইট অনুযায়ী হাই ফ্রিকোয়েন্সি রেডিও ট্রান্সমিশন কে আয়োনোস্ফিয়ার এর বহু দূরত্ব জুড়ে আঘাত করে এই পরীক্ষা গুলি চালনা করা হয়। এমনকি কিছু কিছু ট্রান্সমিশনে মিক্সড মেডিয়া আর্ট কে ব্যবহার করা হয়। এগুলি কি মোজাম্বিকের সাইক্লোনের কারণ?

এই হারপ প্রোগ্রাম কি সত্যি প্রাকৃতিক দুর্যোগ নামিয়ে আনতে পারে? কে জানে! পৃথিবী কি সত্যিই কোন বিশাল শক্তির অঙ্গুলি-হেলনে চলছে? কোন মানুষ কি সত্যিই সাতবার অলৌকিক ঘটনা ঘটানোর পর মৃত্যু থেকে জেগে উঠতে পারে? সত্যিই কোন বিশাল ব্যাং বা বিস্ফোরণ এই মহাবিশ্বের সৃষ্টি করেছিল? আমরা সবাই আমাদের বিশ্বাস কোন না কোন বর্ণনার উপর রেখে থাকি। তবে আমি খালি ভাবি যে এই হারপের মত শক্তিকে এবং প্রচুর পরিমাণে সম্পদকে কাজে লাগিয়ে আমেরিকা কেন পৃথিবীর অপর প্রান্তে তার বন্ধু দেশের ক্ষতিসাধন করতে চাইবে। কেন ইউ এস প্রতিপক্ষ দেশকে ছেড়ে মোজাম্বিক এর মত দেশকে এই পরীক্ষার জন্য লক্ষ্য করবে?

No comments:

Post a Comment