Pages

Monday, 20 April 2020

পিরামিডের কিছু রহস্য--


পিরামিড ও এর রহস্য নিয়ে আসা করি আপনারা সকলেই জানেন, এই রহস্য একবারে বলে শেষ করা যাবেনা,আজ পিরামিডের এরকম কিছু তথ্য আলোচনা করলাম --


বহু হাজার বছর আগে পৃথিবীতে অসংখ্য পিরামিড তৈরি হয়েছিল; যদিও আমরা সবচেয়ে বেশি পরিচিত মিশরের পিরামিডের সাথে, বিশেষত "the Great pyramid of Giza" অর্থাৎ "গিজার বিখ্যাত পিরামিড" টির সাথে। পৃথিবীজুড়ে অনেক পিরামিড আছে কিন্তু  এগুলি আলাদা আলাদা বিভিন্ন সভ্যতা দ্বারা আলাদা আলাদা মহাদেশ তৈরি হয়েছে। গঠনগত দিক দিকে থেকে এগুলি অবাক করা সাদৃশ্য বজায় রাখে; ঠিক যেন একই নির্মাতা এগুলিকে তৈরি করার বরাত পেয়েছিলেন। এমনকি সত্যি বলতে গেলে একজন বলতে পারে যে, এই সকল প্রাচীন পিরামিডগুলো যেন একই রকম পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।

যদিও অনেক পিরামিড গঠনের দিক থেকে সামঞ্জস্য রাখে কিন্তু তারা অনেকটা আলাদা রকমের। উদাহরণস্বরূপ বলা যায়, পৃথিবীর সবচেয়ে পুরনো পিরামিডগুলি যা হলো "দ্য পিরামিডস অফ ব্রাজিল"।
অনুমান করা হয় প্রায় 5000 বছরের কাছাকাছি সময়ে কোন এক অজানা সভ্যতা বর্তমান ব্রাজিলে পৃথিবীর প্রথম দিকের পিরামিডগুলো তৈরি করেছিল। এই ব্রাজিলিয়ান পিরামিড গুলিকে পৃথিবীর সবচেয়ে পুরনো পিরামিড বলা হয় যদিও সেগুলি সেন্ট্রাল এবং উত্তর আমেরিকার প্রাচীন সভ্যতার দ্বারা তৈরি পিরামিডগুলি থেকে আলাদা রকমের ছিল। ব্রাজিলিয়ান পিরামিড ইজিপশিয়ান পিরামিডের মতো ছিল।

প্রত্নতাত্ত্বিকদের মতে ব্রাজিলিয়ান পিরামিডগুলো বিশালাকৃতির হলেও ইজিপশিয়ান পিরামিডের মতো এত জটিল ছিল না। এর কারণ হয়তো এই হতে পারে যে, ব্রাজিলিয়ান পিরামিডগুলি বেশিরভাগই ঝিনুক এবং ভাঙ্গা পাথর দিয়ে তৈরি ছিল। এটা একটা অন্যতম কারণ যার জন্য এই পিরামিডগুলি সময়ের সাথে সাথে মিশরের পিরামিড গুলির মত টিকে থাকতে পারেনি।
ব্রাজিলে একসময় আনুমানিক প্রায় হাজারেরও বেশি পিরামিড অবস্থান করতো।
যদিও সব স্থাপত্যগুলি পাথরের ছিল না, তাদের মধ্যে প্রচুর গাছপালা দিয়ে তৈরির নিদর্শন ছিল।  কিন্তু তার অর্থ এই না যে ব্রাজিলিয়ান পিরামিডগুলি কম স্থাপত্য সমৃদ্ধ ছিল; বলা যায় যে সেগুলি কেবলমাত্র মিশরের তুলনায় কম স্থায়ী অথবা কম টেকসই ছিল। এই কারণে ব্রাজিলিয়ান পিরামিডগুলি অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল কারণ, পরবর্তীকালে অর্থাৎ আধুনিক যুগে মানুষেরা যখন দক্ষিণ ব্রাজিলে বসতি স্থাপন করেছিল, তখন আধুনিক বাড়িঘর এবং শহর তৈরি করার সময় সরঞ্জামগুলির যোগান এগুলি ধ্বংস করে আসতো।


পিরামীডোমেনিয়া ডট কম এর মতে, ব্রাজিলিয়ান পিরামিডগুলির বিশাল আকৃতির ছিল, যার মধ্যে কিছু কিছু 160 ফুট উঁচু, 37 একর জায়গা জুড়ে অবস্থান করতো অর্থাৎ ব্রাজিলিয়ান পিরামিডগুলি কিছু কিছু মিশরীয় পিরামিড থেকেও অনেক বিশাল আকৃতির ছিল।
বিশাল আকৃতির হলেও ব্রাজিলিয়ান পিরামিডগুলোর তুলনায় মিশরের পিরামিডগুলি বেশি নির্ভুল, সুগঠিত এবং কারিগরি দক্ষতার পরিচয় রাখে।

বলা হয় প্রথম 'djoser'এর মিশরীয় পিরামিড তৈরি করা হয়, প্রাচীন মিশরের তৃতীয় রাজবংশের শাসন চলাকালীন। যে স্থাপত্যটিতে প্রথম দিকের পাথর খোদাই স্থাপত্য দেখা গিয়েছিল যা মিশরীয় স্থাপত্য শিল্পে এক বিপ্লব এনে দিয়েছিল। মিশরের ইতিহাসে এর আগে কখনো এরকম বিশাল স্থাপত্য তৈরীর চেষ্টা করা হয়নি। 'djose'r এর স্টেপ পিরামিড 65 মিটার লম্বা এবং 358 বাই 397 ফুট জুড়ে বিস্তৃত ছিল। এই পিরামিড পরবর্তী কালের পিরামিডগুলোর মতনই সাদা লাইমস্টোন দিয়ে অসাধারণভাবে পুরোটা পালিশ করে তৈরী করা হয়েছিল।
এই পিরামিডটি 6 টি ধাপ বিশিষ্ট ছিল। এই পিরামিডটির স্থায়িত্ব বেশি ছিল এবং পরবর্তী বংশধরেরা এটিরও অনুকরণ করবে বলে মনে হলেও আদতে তা হয়নি। 
'Djoser' এরপর আরো কিছু পিরামিড তৈরি করার চেষ্টা করা হয়েছিল, যার নিদর্শন আমরা দেখতে পারি 'sekehmket' এর সমাধির পিরামিড এবং 'zawiyet el Aryan' এর লেয়ার পিরামিড। যদিও মিশরের বা ইজিপ্টের পরবর্তী পিরামিড তৈরি হয়েছিল ফারাও 'স্নেফেরু অফ দা ফোর্থ ডায়নাস্টি' এর আমলে। এরা ছিল মিশরের সর্বশ্রেষ্ঠ পিরামিড নির্মাতারা এবং ইতিহাস বইতে এনাদের তৈরি বিখ্যাত তিন পিরামিডের বর্ণনা পাই। এই সময় বলতে গেলে মিশরের আসল পিরামিড তৈরি শুরু হয়েছিল। এই পিরামিড গুলির মধ্যে মাঝেরটি সবচেয়ে রহস্যময় যাকে 'গ্রেট পিরামিড' বলা হয় কারণ এরমধ্যে প্রাচীন পিরামিড গুলির ধাঁধা লুকায়িত ছিল। 

মাঝের পিরামিডটি আগের 'djoser' এর মতনই সাতটি ধাপে তৈরি করা হয়েছিল এবং পরবর্তীকালে এটিকে বাড়িয়ে 8 ধাপ বিশিষ্ট করে তোলা হয়। এরপর নির্মাতারা এই মাঝের পিরামিডটিকে একটি মসৃণ ধারের পিরামিডে পরিবর্তন করার চেষ্টা করে কিন্তু পরবর্তীকালে এগুলি ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। যদিও সব পিরামিডগুলি অসাধারণ ও একরকম জাদুকরী ছিল কিন্তু 'গ্রেট পিরামিড অফ গিজা'র মত রহস্যময় ছিলনা। এই বিশাল আকৃতির স্থাপত্যটি 'ডাইনেস্টি অফ কিং খুফু' এর সময়কালীন তৈরি করা হয়; আনুমানিক 4500 বছর আগে। খূফু 'sneferu'এর পুত্র ছিলেন এবং আর্কিওলজিস্ট রেইনার স্টাদেলমানএর মতে পিতার মতনই তিনি 23 বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছিলেন। যদিও 30 থেকে 32 বছর রাজত্ব করেছে ধরে নিলেও এই পিরামিড তৈরির মোট 2700000 cu মিটার ভরের পাথর, মন্দির, স্যাটেলাইট পিরামিড, 3 রানীর জন্য, পিরামিড আধিকারিকদের জন্য, মাস্টাবা অর্থাৎ খুফুর স্থাপত্য-- নির্মাণ শিল্পীদের প্রতিদিন প্রায় বিস্ময়কর ভাবে 230 cu মিটারের পাথর বসাতে হতো যার অর্থ 10 ঘণ্টা কাজের সময় ধরলে প্রতি দুই মিনিটে ঘরে একটি ব্লক বসাতে হতো । যদিও তার পিতার স্মৃতিসৌধের তুলনায় তার পিরামিডের ভর সমান না হলেও তার একটি পিরামিডের হিসাবে বিশাল আকৃতি ও দক্ষতার দিক থেকে তিনি এগিয়ে গিয়েছিলেন। 
এইজন্য গবেষকরা এই পিরামিডকে 'গ্রেট পিরামিড অফ গীজা' নামকরণ করেছিল।  এর মোট ওজন আনুমানিক 6.5 মিলিয়ন টন এবং মিশরের ইতিহাসে সবচেয়ে বিশালকায় পিরামিড। বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন যে, এই 'গ্রেট পিরামিদ অফ গিজা' পৃথিবীর ল্যান্ড 'মাসের মাঝামাঝি অবস্থিত। ইজিপ্টের পিরামিডগুলির মধ্যে কেবলমাত্র এটি ৮টি পার্শ্ব বিশিষ্ট। এর কারণ অবশ্য অজানা থেকে গেছে। এটি যে ৮ পার্শ্ব বিশিষ্ট তা প্রথম লক্ষ্য করেন ব্রিটিশ এয়ার ফোর্স পাইলট পি গ্রভেস যখন, 1940 সালে তিনি পিরামিডটির ওপর দিয়ে যাচ্ছিলেন।

এই পিরামিডটি একটি মাস্টারপ্ল্যান অনুসারে তৈরি করা হয়েছিল। পিরামিডটির ভেতরে প্রাচীন নির্মাতারা ম্যাথমেটিক্যাল ফর্মুলার একটি সিরিজ খোদাই করে গিয়েছিলেন। পিরামিডের স্থাপত্যটি অসাধারণ গানিতিক ফর্মুলার সামঞ্জস্য ও ঐক্যের সাথে গঠন করা হয়েছিল এবং এর অনুপাত pi এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
Brazilian Pyramid

আমরা যদি গিজার অথবা চাইনিজ পিরামিডগুলো দেখি তাহলে আমরা কালপুরুষের নক্ষত্রপুঞ্জের সাথে এদের অবস্থানের সাদৃশ্য খুঁজে পাবো। নক্ষত্রপুঞ্জের অবস্থান প্রাচীন মিশর, অ্যাজটেক এবং চাইনিজ দের কাছে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এত নিখুঁত অবস্থানে রেখে এত বিশাল স্থাপত্য গুলি তৈরি করা এবং পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা সত্ত্বেও কিভাবে এত মিল তা এখনো আমরা বুঝে উঠতে পারিনি।
যদিও দাবি করা হয় পিরামিডগুলি সমাধি হিসাবে তৈরি করা হয়েছিল, কিন্তু অনেক ইজিপ্টোলজিস্টদের কাছে এটা এখনো রহস্যময় কারণ নক্ষত্রপুঞ্জের সাথে মিল রেখে এগুলির অবস্থানের সাথে রহস্যময় এনার্জি প্রপার্টি দেখা গেছে।

No comments:

Post a Comment