Pages

Tuesday, 25 October 2022

ডার্টিবম্ব কি এবং রাশিয়া এটি নিয়ে কি অভিযোগ করছে ?

সম্প্রতি রাশিয়া একটি অভিযোগ জানিয়েছে যে ইউক্রেন খেরসন অঞ্চলের ওপর ডার্টি বম্ব ব্যবহার করতে পারে। আপনারা সকলেই আশা করি জানেন, ইউক্রেনের পূর্ব দিকের রুরূহানস্ক থেকে শুরু করে ক্রিমিয়া অব্দি অঞ্চল বর্তমানে রাশিয়ার অধীনে হয়ে গেছে। এই অঞ্চলের মধ্যে ডোনেস্ক, মারিওপোল এই অঞ্চলগুলিও পড়েছে। রাশিয়া দাবি করেছে, এই অঞ্চল গুলো তাদের অধীনে।

মঙ্গলবার ইউক্রেনের এই ডার্টি বম্ব এর বিষয়টি নিয়ে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে সতর্ক করে রাশিয়ান ইউএন অ্যাম্বাসেডর ভেসেলি নেবেনজিয়া ইউ এন সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুত্রেসকে একটি চিঠিতে জানান, 'আমরা কিয়েভ এর দ্বারা ডার্টি বোম্ব ব্যবহার করাকে 'এক্ট অফ নিউক্লিয়ার টেরোরিজম' হিসাবে মনে করবো।'



রাশিয়ান অফিসিয়ালরা পশ্চিমা দেশগুলির ডিফেন্স মিনিস্টারদের ফোন করেছিল, এছাড়া ইউ এস, ফ্রান্স এবং তুর্কির ডিফেন্স মিনিস্টারের সাথেও কথা বলেছিল।
এর সাথে খেরশন অঞ্চলের বাসিন্দাদের রাশিয়ার পক্ষ থেকে সরে যেতে বলা হয় এবং ডার্টি বম্ব সম্পর্কে সতর্ক করে দেয়। এদিকে ফ্রান্স ইউকে এবং ইউ এস একটি একত্রিত উত্তরে জানায়, তারা এই তথ্যটিকে খারিজ করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেস্কি এই বিষয়টি অস্বীকার করেন এবং বলেন 'যত ধরনের ডার্টি খবর রাশিয়া ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।' রাশিয়া এ সম্পর্কে কোন প্রমাণ তুলে ধরেন নি।

এখন প্রশ্নটি হল ডার্টি বোম্ব আসলে কি জিনিস? এটা নিয়ে এত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কেন?
এটি একপ্রকার গতানুগতিক বিস্ফোরক তবে অন্যান্য বোবিস্ফোরকের থেকে পার্থক্য হল এর মধ্যে তেজস্ক্রিয় মেটেরিয়াল যেমন ইউরেনিয়াম ব্যবহার করা হয় যা পারমাণবিক বোমায় ব্যবহৃত হয় এর ফলে এই বিস্ফোরকটি অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, এই জন্য একে ডার্টি বোম্ব বলা হয়। কিন্তু এখানে বিষয় হলো নিউক্লিয়ার বোমে যে সকল প্রকার মেটেরিয়াল, রিফাইন করা মেটেরিয়াল ব্যবহার করা হয়, এটি খুব লম্বা ও জটিল, সময় সাপেক্ষ বিষয় হয়। কিন্তু ডার্টি বম্বের ক্ষেত্রে এত রকমের রিফাইন রেডিওএকটিভ মেটিরিয়াল ব্যবহার করা হয় না বরঞ্চ, এর রেডিওএকটিভ উপাদানগুলি খুব সহজে যেমন - হসপিটালের রেডিওএকটিভ ওয়েস্ট থেকে এছাড়া নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ও রিসার্চ ল্যাবরেটরি থেকে জোগাড় করা রেডিও একটিভ পদার্থ গুলি এক্সস্ট্র্যাক্ট করা হয় ও তার থেকে সাধারণ বিস্ফোরকের মতই তৈরি করা হয়। তবে এই বোমার বিস্ফোরণের ফলে পরিবেশে চারিদিকে তেজস্ক্রিয় উপাদানগুলি ছড়িয়ে পড়ে যা বেঁচে থাকা যে কোন প্রাণীর পক্ষে খুবই ক্ষতিকারক হয়। খুব বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে যাতে সেই এলাকা খালি করা খুবই কঠিন হয়ে পড়ে।
এই অস্ত্রটিকে 'ওয়পেন অফ মাস ডিস্ট্রাকশন' বলা হয় কারণ 'ফেডারেশন অফ আমেরিকান সাইন্টিস্ট' একটি ক্যালকুলেশন করে জানিয়েছিল যদি এই প্রকার একটি বিস্ফোরকে যাতে সাধারণত ৫ কেজি টি এন টি থাকে তার সাথে নয় গ্রাম কোবাল্ট মিশ্রিত থাকে এবং এটি ম্যানহাটনের মত শহরে বিস্ফোরণ ঘটানো হয় তবে কয়েক দশক ধরে সেই অঞ্চলে কোন প্রাণী বসবাস করতে পারবে না। কিন্তু এই ধরনের অস্ত্রগুলি একদমই সঠিকভাবে নির্ভরযোগ্য নয় তার কারণ হচ্ছে, এই বোমাটি যে অঞ্চলে বিস্ফোরণ ঘটানো হচ্ছে সেখানে বাতাস জোরে বইলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই পাউডার আকৃতির রেডিও এক্টিভ মেটেরিয়াল গুলি ছড়িয়ে পরে যার ফলে এটি কেবলমাত্র লক্ষ্য বস্তু অর্থাৎ খেরসনের মত অঞ্চলের বিস্ফোরণ ঘটালে শুধুমাত্র এই অঞ্চলে নয় এর আশেপাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এটি ছড়িয়ে পড়বে এবং সমস্যা সৃষ্টি করবে।




প্রশ্ন হচ্ছে রাশিয়া এই দাবিটি কেন করছে? যেখানে ইউক্রেন ও অন্যান্য পাশ্চাত্য দেশগুলি এটি খারিজ করে দিয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে রাশিয়া আসলে নাটোর অ্যালায়েন্সকে ভাঙতে চাইছে, ইচ্ছা করে এই খবর ছড়িয়ে পাশ্চাত্য দেশগুলি ইউক্রেনকে যে সাহায্য করছিল তা বন্ধ করার চেষ্টা করছে; সে দেখাতে পারে ইউক্রেন এই সাহায্যের অপব্যবহার করছে; এছাড়া কিছু বিশেষজ্ঞের মতে, রাশিয়া হয়তো নিজেই এই বিস্ফোরকটি ব্যবহার করবে এবং অপরাধটি ইউক্রেনের উপর চাপিয়ে দিতে পারে।
যদিও বহু মিলিটারি অ্যানালিস্ট এর মতে এই ধরনের ভাবনাচিন্তা ভুল কারণ, রাশিয়ার এতটাও বোকা না যে নিজের জনগণ ও সেনার উপর এই ধরনের বোমার ব্যবহার করবে।




এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এখনো অব্দি কি ডার্টি বোম্বের কোনো ব্যবহার পৃথিবীতে হয়েছে?
এখনো পর্যন্ত সাফল্যের সাথে এর ব্যবহার করা সম্ভব হয়নি যদিও অনেকবার চেষ্টা করা হয়েছে।
যেমন - ১৯৯৬ সালে চেচেনয়া যুদ্ধ চলাকালীন চেচেন বিদ্রোহীরা মস্কোর ইজমাইলোভো পার্কে ডায়নামাইট এবং সিজিয়াম ১৩৭ এর সংমিশ্রনে তৈরি এই বিস্ফোরকটি পুঁতে রেখেছিল। এখানে সিজিয়ামটি ক্যান্সার চিকিৎসা করার যন্ত্রপাতি থেকে এক্সট্রাক্ট করা হয়েছিল; এরপর সিকিউরিটি সার্ভিস এই স্থানটি খুঁজে বের করে এবং ডিফিউজ করে দিয়েছিল।
এর ঠিক দুই বছর পর চেচেনয়া ইন্টেলিজেন্স সার্ভিস জানতে পারে সেখানকার রেলওয়ে লাইনে একটি ডার্টি বোম্ব পুতে রাখা হয়েছে এবং তারা এটিকে নিষ্ক্রিয় করে।
চার বছর বাদে ২০০২ সালে এক ইউ এস নাগরিক যে আলকায়েদার সাথে যোগাযোগে ছিল, তাকে চিকাগো থেকে ডার্টি বোম্বের আক্রমণ করার পরিকল্পনা করার সন্দেহে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীকালে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।




এর দু বছর বাদে এক ব্রিটিশ নাগরিক এবং আল-কায়েদার সদস্যকে একই রকম কারণের জন্য গ্রেপ্তার করা হয় এবং 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এখনো অবধি নিউক্লিয়ার বোমা ব্যবহার করা দেখা গেলেও এই বিস্ফোরকটির ব্যবহার কোথাও সাফল্যের সাথে করা যায়নি। প্রশ্ন হল এখন যা পরিস্থিতি আমরা ভবিষ্যতে এর ব্যবহার দেখতে পারব? আপনাদের কি মনে হয়? যদি এটি ঘটে তাহলে তা পৃথিবীতে একটি বিশাল বড় আলোড়নের সৃষ্টি হবে।

No comments:

Post a Comment