Pages

Thursday, 5 April 2018

হাত ও পায়ের রোদে পোড়া দাগ দুর করার ৩ টি সহজ উপায়-

১-
তরল দুধ বাটিতে নিন৷
তুলার বল বানিয়ে দুধে বলটি ভিজিয়ে হাতে লাগান৷
২-৩ মিনিট রাখুন৷এরপর ধুয়ে ফেলুন৷
২-
চিনি, লেবুর রস এবং নারকেল তেল একসাথে মিশিয়ে নিন৷
মিশ্রণ টিতে হাত ও পায়ে লাগিয়ে আলতো ভাবে স্ক্রাব করুন৷
৫-৬ মিনিট এইভাবে স্ক্রাব করুন৷
এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন৷
৩-
বেসন, মুলতানি মাটি এবং শশার একসাথে মিশিয়ে পেস্ট তৈরী করুন৷ এইবার পেস্টটি আপনার হাত ও পায়ে লাগান৷
১০-১৫ মিনিট অপেক্ষা করুন৷
হালকা ম্যাসাজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন৷
৩ টি পদ্ধতির পর হাত পা ভালো করে ধুয়ে লোশন লাগিয়ে নিন৷
* এইভাবে সবগুলি পদ্ধতি সপ্তাহে ২-৩ বার করুন৷আপনার হাত ও পায়ের রোদে পোড়া দাগ দূর হয়ে যাবে৷

No comments:

Post a Comment