Pages

Saturday, 5 December 2020

2020 সালের আরো একটি নতুন রহস্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের রহস্যময় মনোলিথের উদয় কি ভিনগ্রহী আগমনের সংকেত?

ইউনাইটেড স্টেটস এর উটাহা প্রদেশের দক্ষিণ প্রান্তে মরু অঞ্চলের উপর দিয়ে বিগহর্ণ শিপ নামক এক প্রজাতির মেষ জাতীয় প্রাণীর সার্ভে করার জন্য একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছিল। ঠিক এই সময় এই অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে হঠাৎ করে তাদের চোখে পড়ে একটি মসৃণ লম্বা স্থাপত্য। উটাহা ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি অ্যান্ড ডিভিশন অফ ওয়াইল্ডলাইফ রিসোর্সেস এর সদস্যরা এই স্তম্ভটি 18 নভেম্বরের দেখেছিল বলে রিপোর্ট করেন। এরপরে কিছু সদস্য সেটি তদন্ত করার উদ্দেশ্যে ল্যান্ড করেন। এই বস্তুটিকে দেখে তারা অত্যন্ত আশ্চর্য হয়ে যান; এটি স্টেইনলেস স্টিলের মতো ধাতুতে তৈরি এবং ত্রিকোণাকার এই বস্তুর উচ্চতা 10 থেকে 12 ফুট ছিল এবং এটি এমন ভাবে পাথরের মাঝে ইনস্টল করা হয়েছে যা যথেষ্ট পরিকল্পনা ছাড়া সম্ভব নয়।


যে স্থানটিতে এই মনোলিথটি পাওয়া গিয়েছে সেই স্থানটি আধিকারিকরা এখনো প্রকাশ করেননি কারণ, এর ফলে বিভিন্ন প্রান্ত থেকে কৌতুহলী মানুষের আগমন ঘটতে পারত।
ব্যুরো অফ ল্যান্ড ম্যানেজমেন্ট এর আধিকারিকরা এ বিষয়ে তদন্ত শুরু করেছিলেন এবং সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় ঘটে যখন এজেন্সি সাংবাদিক বৈঠকে তাদের একটি বয়ান দেন যা হলো, "এইভাবে সরকারের দায়িত্বে থাকা জমিতে কোন অনুমতি ছাড়া কোন স্থাপত্য বা শিল্প জাতীয় বস্ত স্থাপিত করা বেআইনি সে নির্মাতা যে গ্রহেরই বাসিন্দা হোন না কেন।"

উতাহার মনোলিথটি 


এরপর খুব দ্রুত ঘটনাটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মতবাদ আসতে থাকে এবং এই ঘটনার ঠিক 10 দিন বাদে রহস্যজনকভাবে এই বস্তুটি গায়েব হয়ে যায়।
ব্যুরো ল্যান্ড ম্যানেজমেন্ট এর অফিশিয়াল এই বস্তুটি কতদিন সেখানে ছিল এবং কে এটি তৈরি করেছে এবং কেনইবা এটি অদৃশ্য হয়ে গিয়েছে তা নিয়ে তদন্ত করছেন এবং তাদের তরফ থেকে যে সরকারি বয়ান দেয়া হয়েছে তা হলো, "We have received credible reports that the illegally installed structure, referred to as the 'monolith', has been removed from Bureau of Land Management (BLM) public lands by an unknown party,” 

"The BLM did not remove the structure which is considered private property. We do not investigate crimes involving private property which are handled by the local sheriff's office,”



আশ্চর্যজনকভাবে এই বস্তুটি গায়েব হওয়ার সাথে সাথেই পৃথিবীর অপর প্রান্তে রোমানিয়ায় একটি পার্বত্য অঞ্চলে একই রকম একটি মনোলিথ এর হঠাৎ করে উদয় হয়। স্থানটি একটি ঐতিহাসিক দুর্গের থেকে কয়েক মিটার দূরত্বে ছিল।  রিপোর্ট অনুযায়ী, 'পিয়েত্রা' শহরের 'বাটকা দামনেই' পাহাড়ের উপর পাওয়া গিয়েছে।এ নিয়ে একটি সরকারি তদন্ত শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত আধিকারিকরা বলতে পারেননি এই স্থাপত্যটি কে তৈরি করেছে। এই স্থাপনাটি 'পেত্রভা দেশান' দুর্গের কাছে পাওয়া গিয়েছে এবং এটিকে ঠিক উটহা এর মতনই অবস্থানে পাওয়া গিয়েছে।

প্রসঙ্গত বলে রাখি এই পেত্রভা দেশান দূর্গটি রোমানিয়ার প্রাচীনতম ঐতিহাসিক দুর্গ গুলির মধ্যে অন্যতম। মনে করা হয়, ২০০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে রোমানরা এই দুর্গটি ধ্বংস করে দিয়েছিল এবং এর ধ্বংসাবশেষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

তবে এই মনোলিথটি কিভাবে উদয় হয়েছিল তা জানা না গেলেও সম্ভবত কিভাবে এটিকে তুলে নেওয়া হয়েছে সেই রহস্যের সমাধান হয়তো পাওয়া গিয়েছে এবং দুর্ভাগ্যবশত এটি কোন ভিনগ্রহীরা তুলে নিয়ে যায়নি সম্ভবত।
ফটোগ্রাফার রস বার্নার্ড খবরটি পেয়ে এই স্থানটিতে গিয়েছিলেন এবং তারপর তিনি ইনস্টাগ্রামে কিছু ফটো দিয়েছিলেন যাতে দেখা যাচ্ছে হঠাৎ করে চারজন মানুষের সেখানে উদয় হয় এবং তারা বস্তুটিকে ঠেলে এবং খুলে নিয়ে একটি ঠেলাগাড়ি করে নিয়ে চলে যায় এবং বার্নার্ড লিখেছিলেন এদের মধ্যে একজন পিছনের দিকে তাকিয়েছিল এবং বলেছিল, "কোন সূত্র ছেড়ো না"। 




এর পরেই এন্ডি লুইস নামক 34 বছর বয়সে একজন অ্যাডভেঞ্চারাস স্পোর্টসম্যান ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেন যার নাম ছিল "আমরা ইটাহার মনোলিথ তুলে নিয়েছি" এবং এতে একই রকম দেখতে একটি বস্তুর কিছু ছবি এবং একটি ছোট ক্লিপে মনোলিথ গাড়ি করে নিয়ে যাওয়ার ভিডিও দেখা গিয়েছে কিন্তু এর বেশী কিছু ব্যাখ্যা পাওয়া যায়নি।

তবে এই ভিডিওগুলি ও ফটোগুলি আসল কিনা তা নিয়ে অনেকের সন্দেহ প্রকাশ করেছেন।
অনেকের মতে, এটা নিছক মজা করার জন্যই করা হয়েছে।
কিছু মানুষের মতে এটি ভিনগ্রহীদের স্থাপনা হতে পারে এবং হয়তো সরকারের তরফ থেকেই এটিকে গোপনভাবে কোন কারনে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় যদিও এই রহস্যের ব্যাখ্যা এখনো সমাধান হয়নি।আমরা এর সমাধানের অপেক্ষায় থাকবো।
আপনার কি মনে হয়?

No comments:

Post a Comment