Pages

Sunday, 31 January 2021

ভাইরাল ইউ এফ ও ভিডিও কি পাকিস্তানের আকাশে ভিনগ্রহীদের আনাগোনা প্রমাণ?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ইউএফওর ভিডিও ভাইরাল হয়ে পড়েছে এবং এটি পাকিস্তানের একটি বিমান থেকে তোলা হয়েছিল, এ নিয়ে কিছু তথ্য তুলে ধরছি --

গত 23 জনুয়ারি পাকিস্তান ইন্টার্নেশনাল এয়ারলাইনস এর করাচি থেকে লাহোরগামি একটি বিমান 'পি কে 304'; পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এবং পাকিস্তান ইন্টার্নেশনাল এয়ারলাইনস মুখপাত্র আব্দুল্লাহ খানের মতে, পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান অঞ্চলের কাছাকাছি 35,0000 অল্টিটিউডে  দুপুর চারটে থেকে চারটে তিরিশের কাছাকাছি সময়ে বিমানের পাইলটরা প্রথম একটি চকচকে বস্তু উড়ে যেতে দেখে যা তাদের মধ্যে একজন ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন এবং 41 সেকেন্ডের এই ভিডিওটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।



পাইলট এবং কেবিন কর্মীদের মতে সূর্যের উপস্থিতি সত্ত্বেও এই ইউ এফ ওটি অত্যন্ত উজ্জ্বল ছিল।

যদিও পি আই এ এর মুখপাত্রের মতে এই বস্তুটি কি ছিল তা এত তাড়াতাড়ি বলা ঠিক হবে না।

ক্যাপ্টেন ফায়সল কুরেশির বর্ণনা অনুযায়ী বস্তুটি যেন একটি মেটালের রিং এর মত কিছুতে ঘেরা ছিল এবং যার মাঝখান থেকে প্রচন্ড আলো নির্গত হচ্ছিল।

অনেকেই দাবি করেছেন, সম্ভবত এটি কোন ওয়েদার বেলুন বা আবহাওয়ার সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত বেলুন হতে পারে



কিন্তু পাকিস্তান আবহাওয়া দপ্তরের মুখপাত্র খালিদ মালিকের বক্তব্য অনুযায়ী তাদের কাছে 2 ধরনের বেলুন আছে প্রথমটি 6 থেকে 7000 ফিট উচ্চতা পর্যন্ত উঠতে পারে এবং অন্যান্য গুলি 70000 ফিট উচ্চতা পর্যন্ত উড়তে পারে এই বেলুনগুলো এক ধরনের 'radiosonde' বহন করে যা হলো ব্যাটারি পরিচালিত দূরত্ব মাপন যন্ত্র এবং আবহাওয়া দপ্তর এর সূত্র অনুযায়ী, এই দপ্তর অনেক আগেই এটি ব্যবহার বন্ধ করেছে বলে জানা গেছে ;এমনকি 'ডপলার করাচির' জাবেদ মেনন যিনি প্রাইভেট ওয়েদার স্টেশন পরিচালনা করেন তিনিও একই দাবি করেন, এর সাথে এটিও বলেন যে এই radiosonde গুলি রাবারের তৈরি হয় এবং ভিডিওতে যেরকম উজ্জ্বল বস্তু দেখা গেছে সেটা দেখে মনে হয় সেটি অ্যালুমিনিয়াম বা অন্যান্য কোন প্রকার ধাতু অথবা কাচের তৈরি।



এছাড়া কোনো কমার্সিয়ালি ড্রোন এখনো এই উচ্চতায় উড্ডয়নে সক্ষম নয় .

এদিকে পাঞ্জাব ইউনিভার্সিটির স্পেস সাইন্টিস্ট জাভেদ স্বামী দাবি করেছেন, এই রহস্যময় চকচকে বস্তুটি আসলে ইউ এফ ও না, একটি লেন্টিকুলার মেঘ হতে পারে তিনি বর্ণনা করেছেন যে কমার্শিয়াল পাইলটরা এই ধরনের মেঘ দেখে থাকে এগুলোকে অনেক সময় এ রকম দেখতে হয়।

No comments:

Post a Comment