মারিয়ানা ওয়েব যাকে বলা হয় ইন্টারনেটের সবচেয়ে গভীরতম স্থান যার নামটি এসেছে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ থেকে। 'গভীরতম স্থান' শব্দটি থেকেই বোঝা যায় যে এখানে পৌঁছানো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় , যেমন সমুদ্রের গভীরে যেতে অত্যাধুনিক যন্ত্র ও সাথে জ্ঞান , ট্রেনিং , অভিজ্ঞতা প্রয়োজন, তেমনি এর ক্ষেত্রেও সেই এক এ কথা প্রযোজ্য। ইন্টারনেট এর বিভিন্ন ভাগ সম্পর্কে আমার আগের ব্লগ গুলিতে বলেছি, সেগুলি পরে বা জেনে থাকলে এই ব্লগটি বুঝতে আরো সুবিধা হবে. লিংক দিলাম-
-- 7777777.ga, 13377331.gq, 3301337 এইসব স্থানে ও বিভিন্ন কবিতা থেকে শুরু করে শিল্পকর্ম, সঙ্গীত, অনুমাননিভর্র কথাসাহিত্য, অষ্ঠাদশ শতকের অজ্ঞাত এবং রহস্যময় সাহিত্য, মায়ান ক্যালেণ্ডার, দর্শন, গণিত, ক্রিপ্টোগ্রাফি, সংখ্যাতত্ব, প্রযুক্তিবিদ্যা, তথ্য নিরাপত্তা, স্টেগেনোগ্রাফি এবং প্রাচীন পাণ্ডুলিপি। এই ধাধার সূত্রপাত ইন্টারনেটে হলেও এর কার্যক্রম পরিচালিত হয় টেলিফোনে, সঙ্গীতে, অপ্রকাশিত এবং দুস্প্রাপ্য বইতে, ডিজিটাল ছবি এমনকি বিভিন্ন জায়গায় ছাপানো কাগজের মাধ্যমেও কিন্তু এর সবটাই লুকানো হয়েছে এনক্রিপশন এবং এনকোডিং করে। এই ধাঁধাঁর সিরিজগুলো শুধুমাত্র কম্পিউটারে বসে সমাধান করা যাবে না, এর জন্য প্রতিযোগীকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হবে। ধাঁধাঁর সূত্রগুলো কিউআর কোড হিসেবে লাগানো থাকে টেলিফোন/ইলেকট্রিক পোল অথবা ডাকবাক্সে।
এবার প্রশ্ন হলো এখানে যাওয়া এতো কঠিন হলে এই তথ্য গুলি লিখছি কি করে?
উত্তর হলো মারিয়ানা ওয়েব সম্পর্কে তথ্য প্রমাণিত নয় এগুলিও এখনো যুক্তি তর্কের বিষয়, কন্সপিরাসি থিওরি, যেমন এলিয়েন , বারমুডা ট্রায়াঙ্গেল , সিক্রেট সোসাইটি ইত্যাদি । আমার অন্নান্য ব্লগ গুলির মতো। এই মারিয়ানা ওয়েব সম্পর্কে তথ্য গুলি সামনে এসেছে বিভিন্ন বড়ো হ্যাকার , ওয়েব ডেভেলপার, সরকারি আমলা , মিলিটারি প্রযুক্তিবিদদের ব্লগ থেকে।
এখানে আপনি আমি প্রবেশ তো করতেই পারবো না বরং আমাদের মারিয়ানা ওয়েব এর নাম এ ঠকিয়ে কেউ আমাদের ক্ষতি করে দিতে পারে। তাই এসবএ যাওয়ার পরামর্শ আমি কখনো দেব না।
এই মারিয়ানা ওয়েব প্রথম প্রকাশ্যে এলো যখন একজন ফ্রীলান্স ওয়েব ডেভেলপার তার রেডিটএর ব্লগে লিখলো, তাকে ডিপ ওয়েব এ ৪৫০ কে ডবলু নামে এক ইউসার প্রস্তাব দেয়, একটি প্রাইভেট সার্ভারে একটি ওয়েবসাইট তৈরী করে দিতে, যার জন্য তাকে প্রায় ৫০০০০ মার্কিন ডলার সপ্তাহে দেয়া হবে।
প্রথমে সে ভাবছিলো এতো অবিস্বাশ্য অর্থ যখন দিচ্ছে নিশ্চই কোনো বেআইনি বা পর্ন সাইট হবে, তবু সেই সময় টাকার দরকার বলে তিনি রাজি হলেন। যেহেতু তিনি সাইটটি তৈরী করেছিলেন সেহেতু তার কাছে সাইটটি তে পরবর্তীকালে ঢোকা অসম্ভব ছিল না , তাই বেশ কিছুদিন পর সাইট টি চেক করতে তিনি আবার যান যা সাধারণত সব ডেভেলপাররাই করে থাকে, এরপর সম্মুখীন হলেন অবিশাস্য সব ঘটনার সাইটটিতে যে ভিডিওগুলি দেখলেন তা ঠিক বুঝলেন না কিন্তু ভয় পেলেন কারণ এগুলি সব যেন অশরীরী বা এলিয়েন জাতীয় এতে অনেক লুকানো কোড ও ছিল যা পরবর্তী কালে ডিকোড করে অর্থ জানা যায় যে মানুষদের কেউ সাবধান করছে, কেউ আমাদের সবাইকে দেখছে, আমরা মূর্খ, কিছুই জানিনা , অশরীরী অস্তিত্ব আছে, মানুষের তুলনায় শক্তিমান তারা আছে।
প্রথমে সে ভাবছিলো এতো অবিস্বাশ্য অর্থ যখন দিচ্ছে নিশ্চই কোনো বেআইনি বা পর্ন সাইট হবে, তবু সেই সময় টাকার দরকার বলে তিনি রাজি হলেন। যেহেতু তিনি সাইটটি তৈরী করেছিলেন সেহেতু তার কাছে সাইটটি তে পরবর্তীকালে ঢোকা অসম্ভব ছিল না , তাই বেশ কিছুদিন পর সাইট টি চেক করতে তিনি আবার যান যা সাধারণত সব ডেভেলপাররাই করে থাকে, এরপর সম্মুখীন হলেন অবিশাস্য সব ঘটনার সাইটটিতে যে ভিডিওগুলি দেখলেন তা ঠিক বুঝলেন না কিন্তু ভয় পেলেন কারণ এগুলি সব যেন অশরীরী বা এলিয়েন জাতীয় এতে অনেক লুকানো কোড ও ছিল যা পরবর্তী কালে ডিকোড করে অর্থ জানা যায় যে মানুষদের কেউ সাবধান করছে, কেউ আমাদের সবাইকে দেখছে, আমরা মূর্খ, কিছুই জানিনা , অশরীরী অস্তিত্ব আছে, মানুষের তুলনায় শক্তিমান তারা আছে।
ভিডিওটির প্রকাশ পেলে তা ছড়িয়ে পরে তার একটির লিংক দিলাম ---
মারিয়ানা ওয়েবের কিছু তথ্য --
-- বিভিন্ন দেশের সরকারের গোপনতম তথ্য এখানে থাকে তাই সরকার এ নিয়ে বেশি ঘাটতে চায়না কারণ এতে তার এ তথ্যগুলি প্রকাশ পেতে পারে,
-- হারানো শহর আটলান্টিস, ভিনগ্রহের প্রাণী, পৃথিবীর অমিংশাসিত রহস্য সম্পর্কে তথ্য।
--বিজ্ঞানিক বিভিন্ন গবেষণার তথ্য ,
--বিভিন্ন সিক্রেট সোসাইটি যেমন - ইলুমিনাতি, নাইট টেম্পলারদের পার্সোনাল সার্ভার যোগাযোগ ও বিভিন্ন তথ্য,
-- অশরীরী ও ধারণার বাইরের কিছু বিষয় যা এখনো বোঝা যায় নি যেমন প্রকাশিত ভিডিওটি, বিভিন্ন অদ্ভুত ধাধাঁ , কোড , ছবি ইত্যাদি।
-- ৭ - ৮ টি লেয়ারের এনক্রিপশন থাকে এবং এগুলি প্রাইভেট সার্ভার ও ক্লোসড শেল সার্ভার দ্বারা পরিচালিত হয় যাতে বাইরের কেউ এখানে ঢুকতে না পারে।
কিছু প্রমান --
--জার্মানির ফ্রেইফানক নেটওয়ার্ক যা ডিসেন্ট্রালাইসড ওয়্যারলেস নেটওয়ার্ক ও এর মাধ্যমে যেখানে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারও নেট পরিষেবা দিতে পারবেনা, সেখানেও এই টেকনোলজি ব্যবহার করে নেট পাওয়া যাবে!!
--LION777 puzzle - যা সল্ভ করে বিভিন্ন সিক্রেট সোসাইটির তথ্য পাওয়া যায় ,
-- 7777777.ga, 13377331.gq, 3301337 এইসব স্থানে ও বিভিন্ন কবিতা থেকে শুরু করে শিল্পকর্ম, সঙ্গীত, অনুমাননিভর্র কথাসাহিত্য, অষ্ঠাদশ শতকের অজ্ঞাত এবং রহস্যময় সাহিত্য, মায়ান ক্যালেণ্ডার, দর্শন, গণিত, ক্রিপ্টোগ্রাফি, সংখ্যাতত্ব, প্রযুক্তিবিদ্যা, তথ্য নিরাপত্তা, স্টেগেনোগ্রাফি এবং প্রাচীন পাণ্ডুলিপি। এই ধাধার সূত্রপাত ইন্টারনেটে হলেও এর কার্যক্রম পরিচালিত হয় টেলিফোনে, সঙ্গীতে, অপ্রকাশিত এবং দুস্প্রাপ্য বইতে, ডিজিটাল ছবি এমনকি বিভিন্ন জায়গায় ছাপানো কাগজের মাধ্যমেও কিন্তু এর সবটাই লুকানো হয়েছে এনক্রিপশন এবং এনকোডিং করে। এই ধাঁধাঁর সিরিজগুলো শুধুমাত্র কম্পিউটারে বসে সমাধান করা যাবে না, এর জন্য প্রতিযোগীকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হবে। ধাঁধাঁর সূত্রগুলো কিউআর কোড হিসেবে লাগানো থাকে টেলিফোন/ইলেকট্রিক পোল অথবা ডাকবাক্সে।
--২০০৩ সাল থেকে 973-eht-namuh-973
ওয়েবসাইটটি ইন্টারনেট দুনিয়ার মানুষের জন্য নানান দূর্বোদ্ধ
শব্দ,ছবি,সংখ্যার ধাঁধা দিয়ে যাচ্ছে। সাইটির হোমপেজে একটি ত্রিভুজ আছে যাতে
লেখা ABRACADABRA.সাইটির নাম উল্টা করলে হয় the human কিন্তু 973 এর অর্থ কি তা জানা যায় নি।
ডোমেইনটি
ব্রিটিশ নাগরিক ডেভিট ডেনিসনের নামে রেজিস্ট্রার্ড করা।সাইটটিতে নানান
ধর্মীও গ্রন্থের উক্তি ও সংখ্যাতত্বের উপস্থিতি অধিক লক্ষণীয়।অনেকেই ধারণা
করে এটি কোন পাগলা গণিতবিদের সাইট আবার অনেকেই বলে এটি কোন ধর্মীয় উদ্দশ্যে
পরিচালিত সাইট।
No comments:
Post a Comment