Thursday, 29 March 2018

ডীপ ওয়েব!!!ইন্টারনেটের এক অজানা অধ্যায়

সতর্কবার্তা:এই পোষ্টের তথ্য ব্যবহার করে আপনি যদি কোন ক্ষতির সম্মুখিন হন তার জন্য আমি বা আমার ব্লগ কত্রৃপক্ষ কোনভাবেই দায়ী হবে না । এর দায়ভার একান্তই আপনার । আমরা এর ভাগ নিতে চাইনা ।
আমরা গুগল এ যখন কোন কিছু লিখে অনুসন্ধান করি; তখন আমাদের সামনে কতরকম এর তথ্য এসে হাজির হয়; এর পরিমান হাজার হাজর, কখনও লাখ লাখ। আমরা অবাক হয়ে ইন্টারনেটে কত তথ্য! এত তথ্য আমাদের জন্য অনেক। কিন্তু আমরা অবাক হব এই জন্য যে; ইন্টারনেটে দৃশ্যমান এইসব কনটেন্ট এবং তথ্য এর অংশকে বলা হয় সারফেস ওয়েব। আর সারফেস ওয়েব হল ইন্টারনেটের মোট তথ্যের প্রায় ১০% মাত্র। বাকি ৯০% থেকে যায় গুগল এর অজানা, মানুষের অজানা।

বলতে গেলে এটি অনেকাংশে সারফেস ওয়েব এর সাথে যুক্ত। ধরুন আপনি পরীক্ষার রেজাল্ট নেয়ার জন্য; বোর্ডের ওয়েবসাইটে গেলেন, এখানে বোর্ডের ওয়েবসাইটে সকল ছাত্র ছাত্রীর রেজাল্ট রয়েছে ঠিকই; তবে তা রয়েছে লুকায়িত অবস্হায়। কেবল একজন এর রোল বা রেজিস্ট্রেশন নম্বর দিলে; তার রেজাল্ট বের হয়ে আসছে। এখানে যে রেজাল্ট গুলো লুকায়িত অবস্হায় রয়েছে তা ডীপ ওয়েব এর উদাহরন।
তেমনিভাবে কোন ওয়েবসাইটের সাবস্ক্রিপশন রিপোর্ট, ইউজারদদের রিপোর্ট ইত্যাদি ডীপ ওয়েব এর উদাহরন।
ডার্ক ওয়েব ও ডীপ ওয়েব এক জিনিস না--
ডীপ ওয়েবের একটি অংশে নানাধরনের অনৈতিক ও অপরাধমূলক কাজ করা হয়। আর সেই অংশকে বলা হয় ডার্ক ওয়েব। সেখানে আপনি আপনার সাধারণ ব্রাউজার দিয়ে প্রবেশ করতে পারবেন না। ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই একধরনের বিশেষ নেটওয়ার্কের সাহায্য নিতে হবে।
ডার্ক ওয়েবের আরেকটি বিশেষত্ব হলো এরা ওর্য়াল্ড ওয়াইড ওয়েবের (WWW) সাইটগুলোর মত টপ লেভেল ডোমেইন (যেমন .com, .net, .org) ব্যবহার না করে “Pseudo Top Level Domain” ব্যবহার করে যা মূল ওর্য়াল্ড ওয়াইড ওয়েবে না থেকে দ্বিতীয় আরেকটি নেটওর্য়াকের অধীনে থাকে। এ ধরনের ডোমেইনের ভেতর আছে Onion, Bitnet, Freenet আরও অনেক। এই ডোমেইনগুলোর নামগুলোও একটু ভিন্নধরনের, সাধারণ কোনো নামের মতো না। যেমন: http://hpuuigeld2cz2fd3.onion



ডিপ ওয়েব নিয়ে বিভ্রান্তী--
ডীপ ওয়েব সম্পর্কে টেক ব্লগ গুলোতে অনেক আর্টিকেল আছে। কিন্তু কিছু ত্রুটি চোখে পড়লো। তাই ভাবলাম লিখে ফেলি। কিছু তথ্য যেগুলো গুলো, সেগুলো উল্লেখ করে সঠিকটা দেয়ার চেষ্টা করলাম।
– একটি জরিপে দেখা গেছে দৃশ্যমান ওয়েবে যে পরিমাণ ডাটা সংরক্ষিত আছে তারচেয়ে ৫০০গুণ বেশি পরিমাণ ডাটা সংরক্ষিত আছে অদৃশ্যওয়েবে।
-> এটা সঠিক না, কারন ডিপ নেটওয়ার্ক গুলো আসলে বেশিরভাগই ব্যাক্তিগত উদ্যোগে তৈরী। এগুলো বেশিরভাগই হোম সার্ভারে তৈরী। ফলে ডাটাস্পেস তুলনামূলক ভাবে কম। একমাত্র টর ছাড়া কেউ ডীপ ওয়েব ডাটাসেন্টার দেয় না। দিলেও সেটার মূ্ল্য এতো বেশি যে সবাই নেয় না। ইনডেক্স না হওয়া ডাটা আর সংরক্ষিত ডাটার মধ্যে পার্থক্য আছে !
– সাইটের এডমিন পেইজ ইনডেক্স করার অনুমতি না দিলে গুগল সেটা খুঁজে বের করতে পারবে না।
-> এটাও ভুল। কারন রোবট টেক্সট ফাইলে যদি নো-ফলো দিয়েও রাখা হয়, সেটা গুগল এর ওপর ডিপেন্ড করবে যে সেটা মানবে কি মানবে না। এটাকে বলা হয় বট সার্চ ইনডেক্স অনার। বট যদি সেটা না মানে, তাহলে গুগল এর আইপি ব্লক না করলে বট সেটা ইনডেক্স করতেও পারে।
– ডার্ক ওয়েবের আরেকটি বিশেষত্ব হল এরা ওর্য়াল্ড ওয়াইড ওয়েবের সাইটগুলোর মত টপ লেভেল ডোমেইন (যেমন .com) ব্যবহার না করে “Pseudo Top Level Domain” ব্যবহার করে যা কিনা মূল ওর্য়াল্ড ওয়াইড ওয়েবে না থেকে দ্বিতীয় আরেকটি নেটওর্য়াকের অধীনে থাকে।
-> টপ লেভেল ডোমেইনেও অনেক ডীপ ওয়েব সাইট আছে। কিন্তু সেগুলোতে ঢোকার জন্য তাদের রাউটার এর সাথে কানেক্টেড হতে হবে নয়তো নিজের আইপি সেই সার্ভারে হোয়াইট লিষ্ট করতে হবে।
-এই ওয়েবের মুল লক্ষই হল অপরাধের একটি অভয়ারণ্য গড়ে তোলা।
-> এখানেও ভুল আছে। ডীপ ওয়েব এর জন্ম হয়েছিলো সিকিউরিটি এজেন্সীর নজরদারী থেকে বাঁচার জন্য। প্রাথমিক সময়ে সিকিউরিটি এজেন্সী গুলো একটু বেলাইনে চলে গিয়েছিলো। তাদের নজরদারীর পরিমান এতো বেশী বেড়ে গিয়েছিলো যে তারা বেশ কিছু গুরুত্বপূর্ন ব্যাক্তির ব্যাক্তিগত তথ্য ব্যবহার করে অনেক তথ্য হাতিয়ে নিয়েছিল। যদিও সেসব নিয়ে পরে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তাদের হাত থেকে বাঁচার জন্যই মূলত ডীপ ওয়েবের আইডীয়া জন্ম নেয়। তবে টর জন্ম নিয়েছিলো ঠিক উলটো ভাবে। আমেরিকান নেভীর ইন্টার্নাল কমিউনিকেশন নিরাপদ করার জন্যই প্রথম অনিয়ন রাউটার ডিজাইন করা হয়।
– সেখানে আপনি আপনার সাধারণ ব্রাউজার দিয়ে প্রবেশ করতে পারবেন না।
-> সাধারন ব্রাউজার দিয়ে প্রবেশ করা যায়। কিছু ওয়েবসাইট আছে যারা টর এর প্রক্সি ব্যবহার করে তাদের রাউটার এর মাধ্যমে নরমাল ব্রাউজার দিয়ে অনিয়ন নেটওয়ার্কে প্রবেশ করার সুযোগ দেয়।
– এর উত্তর হল ডীপ ওয়েবের নেটওয়ার্ক এতই গভীর যে FBI, CIA এরা কিছুই করতে পারে না ।
-> এটাও ভুল, সাধারন মানূষ কল্পনাও করতে পারবে না এরা ডিপ কভার অপারেশন কিভাবে চালায়। ২০১১ তে একবার টর এর বিরুদ্ধে অভিযোগ এসেছিলো যে টর আসলে সি আই এ’র একটা স্লিপার নেটওয়ার্ক। এটা তৈরী করা হয়েছিলো যাতে অপরাধীরা এটাকে নিরাপদ মনে করে ইচ্ছা মতো নিজেদের প্রকাশ করতে থাকে এবং সরকার যাতে তাদের ধরতে পারে। এটা সত্যি কিনা সে ব্যাপারে কোন তথ্য নেই, তবে সি আই এ নিজেরাই যে এমন গোপন নেটওয়ার্ক তৈরী করে পাবলিকের কাছে সার্ভিস দিচ্ছে না, তার কোন গ্যারান্টি নাই !
ডীপ ওয়েব মানেই যে সেটার জন্য আলাদা সফটওয়্যার লাগবে এমন নয়। সেটা সর্বসাধারন এর দৃষ্টির আড়ালে, সেটাই ডীপ ওয়েব।

প্রশ্ন হল ডীপ ওয়েব ভাল কাজে কিভাবে ব্যবহার করা যায়?
দেখুন ডীপ ওয়েবে প্লাতফরমটি ফ্রী স্পিচকে সমরথন করতে বিভিন্ন সাইট আছে, যেহেতু এখানে নিজের পরিচয় গোপন রাখা যায়, এবং ট্রেস করা কঠিন, তাই জারনালিস্ট বা সাংবাদিক, অ্যাক্টিভইষ্ট, প্রতিবাদী, বিভিন্ন সংগঠন গুলি ব্যবহার করে তথ্য আদান প্রদান ও পোস্ট করার জন্য, দুনিয়ার অন্য প্রান্তে শেয়ার করার জন্য আমরা জানি অনেক দেশের সরকার ইন্টারনেট এ ব্যান বসায় বা মানুষকে সাধারন ভাবে মত প্রকাশ করতে দেয় না, অথবা অনেক জায়গায় বিভিন্ন অপরাধ সংগঠন এর অত্যাচার থাকে, সেসব জায়গায় ডীপ ওয়েব ব্যবহার হয়।
বিভিন্ন বিখ্যাত ভালো সাইট গুলি---
-- ProPublica – প্রথম অনলাইন পাবলিকেশন জেটি পুলিতযার পুরস্কার পায়।
---Wikileaks – বিখ্যাত সাইট যেটি বিভিন্ন দেশের সরকারি আমলার অনৈতিক কাজের তথ্য ফাঁস করেছে।
---Facebook’s .onion site --- যেসব দেশে ফেসবুক ব্যান সেসব দেশে যাতে মানুষ পরিচয় গোপন রেখে নিরাপদে যোগাযোগ রাখতে পারে।
----DuckDuckGo – এটি একটি সার্চ এঞ্জিন যেটি ডীপ ওয়েব সার্চ করতে কাজে লাগে, এটি নিরাপদ, অন্যান্য সার্চ ইঞ্জিন গুলার মত আপনার তথ্য সংগ্রহ করে না, কিন্তু আপনাকে সেসব তথ্য দিতে পারে যা গুগল পারে না।
---Blockchain for Bitcoins on .onion --- এখানে Bitcoins গোপনে কিনতে ও জমা রাখতে পারবেন।
ProPublica , The Intercept এবং এটি হল একমাত্র HTTPS certification প্রাপ্ত .onion address.
---Sci-Hub — the world’s scientific database

---বিজ্ঞানের বিভিন্ন তথ্য কে সকলের জন্য উন্মুক্ত করার উদ্দেশে এতির গঠন হয়, বিশ্বে অনেক রিসার্চ, পড়াশুনা, আবিস্কার অর্থের অভাবে আটকে গেছে ও আছে, তারা টাকার অভাবে অন্যান্য রিসার্চ পেপার, বই বা তথ্য সংগ্রহ করতে পারছেনা, বলা যায়না এদের মধেই লুকিএ আছে ভবিষ্যতের রোগ, খরা ও বিভিন্ন সমস্যার সমাধান। এদের উদ্দেশে এই সাইটটি করা। প্রায় ৫ কোটিরও বেশি রিসার্চ পেপার আছে এই সাইটটিতে সবই বিনামূল্যে।
The Intercept — a .onion SecureDrop with TLS
-- আপনার কাছে কন গোপন তথ্য যা আপনি কারোর সাথে গোপনে সুরক্ষিত ভাবে শেয়ার করতে ছান তবে এই সাইটটি আপনার কাজে আসবে।
The Hidden Wiki on .onion
--ডীপ ওয়েব এর Wikipedia

No comments:

Post a Comment