এপাচি হেলিকপ্টার, ২ চাকার গাড়ি এগুলির নাম আসা করি শুনেছেন কিন্তু প্রকৃত এপাচি জাতি - যাদের অনুপ্রেরণায় পরবর্তীতে বিভিন্ন সংস্থা নিজেদের আবিষ্কার এর নাম রেখেছ, তারা সত্যিই খুব দুর্ধর্ষ জাতি ছিল। সভ্য সমাজের নেতারা যাদের ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চাইলেও বীরত্বের কথা মুছে যায়নি যাদের অবহেলা করা হলেও পরে তাদের উপরই নির্ভর করতে হয় এরম এক যোদ্ধা জাতি নিয়ে আজ আলোচনা করলাম।
অ্যাপাচি আসলে দক্ষিণ-পশ্চিম আমেরিকার একটি আদিবাসী গোষ্ঠী। তারা
ঐতিহ্যগতভাবে নিউ মেক্সিকো, টেক্সাস, আরিজোনা, মেক্সিকোর উত্তরাঞ্চলে এবং কলোরাডোতে বাস করে। তাদের বসবাস করার
এলাকাগুলোকে একত্রে অ্যাপাচেরিয়া বলে।
এই উপজাতির লোকেরা ছিল ভয়ঙ্কর যোদ্ধা এবং উঁচুমানের সমর পরিকল্পনাবিদ।
অ্যাপাচিদের বলা হয় আমেরিকার নিনজা।স্প্যানিশদের সাথে দশকের পর দশক সফলভাবে যুদ্ধ আর বাণিজ্যের বদৌলতে তারা ঘোড়া আর অস্ত্রশস্ত্র যোগাড় করে। মেসকালেরো, জিকারিল্লা, চিরিকাহুয়াসহ নানা গোত্রে তারা বিভক্ত। তারা এতটাই গোপনে আসত যে বোঝার কোনো উপায়ই থাকত না এবং কিছু বুঝে উঠার আগেই সব শেষ হয়ে যাবে। রেড ইন্ডিয়ানদের মতো এই জাতিও আমেরিকার আদিবাসী। কিন্তু এরা অন্যান্য আমেরিকান আদিবাসীর মতো এত সহজে নিজেদের ভূমি বা দলের মেয়েদের অন্যদের হাতে তুলে দিত না। এরা আদিম কাঠ, পশুর হাড় ব্যবহার করে নিজেদের জন্য বেশির ভাগ অস্ত্র তৈরি করত। অ্যাপাচি যোদ্ধা হিসেবে এরা অনেক ধূর্ত এবং চালাক প্রকৃতির ছিল। প্রতিপক্ষকে সব সময় লুকিয়ে হামলা করত, হঠাৎ করে প্রতিপক্ষের পেছনে গিয়ে এরা এক টানে ছুরি দিয়ে গলা কেটে ফেলত। এতে প্রতিপক্ষের কিছুই বোঝার উপায় থাকত না। তারা ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ছুরি-যোদ্ধা এবং কুঠার নিক্ষেপে খুবই পারদর্শী। এরা যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমে লুটপাট, হামলা করত এবং তাদের উচ্ছেদ করতে সামরিক বাহিনীকেও অনেক কষ্ট পোহাতে হয়েছিল।
১৮৪৬ সালের দিকে যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর যুদ্ধ বেঁধে গেলে অ্যাপাচিরা মার্কিন সরকারকে নানাভাবে সাহায্য করেছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্রের সাথেই তাদের আবার যুদ্ধ বেঁধে যায়। ১৮৮৬ সালে চূড়ান্তভাবে পরাস্ত হওয়ার আগপর্যন্ত জেরোনিমো, মাঙ্গাস কলোরাডো বা ভিক্টোরিওর মতো নেতাদের হয়ে অ্যাপাচিরা লড়াই করে গিয়েছে। ঘোড়ায় চড়ে, তীর-ধনুক আর বন্দুক নিয়ে আক্রমণরত অ্যাপাচি যোদ্ধারা মার্কিন বসতি স্থাপনকারীদের কাছে ছিল সাক্ষাত যমদূত। অ্যাপাচিদেরকে মূলধারার মিডিয়াতে সবসময় তুলে ধরা হয় যুদ্ধবাজ, নিষ্ঠুর এবং ভয়ংকর যোদ্ধাজাতি হিসেবে। অথচ বাস্তবে কিন্তু তারা স্রেফ নিজেদের বিচরণভূমি, অ্যাপাচেরিয়া রক্ষার জন্যই লড়েছিল।
আরো অনেক রেড ইন্ডিয়ানের মতো অ্যাপাচিরাও বাইসন শিকার করে জীবন চালাতো। বর্তমানে লক্ষাধিক অ্যাপাচি যুক্তরাষ্ট্রে বাস করে।
তারা গেরিলা যোদ্ধা হিসেবে ছিল অত্যন্ত প্রখর ও তাদের উত্তরাধিকাররা আজ আধুনিক দিনের স্পেশাল ফোর্সকে কিভাবে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট প্রশিক্ষণ দেয়।
তাছাড়া লাদেন বধের কোড নাম ছিল অপারেশন নেপচুন স্পেয়ার। তবে অপারেশন জেরোনিমো নামে বিশেষ খ্যাতি পায় এটি। আর যার নামে এই অপারেশন তিনি একজন অ্যাপাচি।
এই উপজাতির লোকেরা ছিল ভয়ঙ্কর যোদ্ধা এবং উঁচুমানের সমর পরিকল্পনাবিদ।
অ্যাপাচিদের বলা হয় আমেরিকার নিনজা।স্প্যানিশদের সাথে দশকের পর দশক সফলভাবে যুদ্ধ আর বাণিজ্যের বদৌলতে তারা ঘোড়া আর অস্ত্রশস্ত্র যোগাড় করে। মেসকালেরো, জিকারিল্লা, চিরিকাহুয়াসহ নানা গোত্রে তারা বিভক্ত। তারা এতটাই গোপনে আসত যে বোঝার কোনো উপায়ই থাকত না এবং কিছু বুঝে উঠার আগেই সব শেষ হয়ে যাবে। রেড ইন্ডিয়ানদের মতো এই জাতিও আমেরিকার আদিবাসী। কিন্তু এরা অন্যান্য আমেরিকান আদিবাসীর মতো এত সহজে নিজেদের ভূমি বা দলের মেয়েদের অন্যদের হাতে তুলে দিত না। এরা আদিম কাঠ, পশুর হাড় ব্যবহার করে নিজেদের জন্য বেশির ভাগ অস্ত্র তৈরি করত। অ্যাপাচি যোদ্ধা হিসেবে এরা অনেক ধূর্ত এবং চালাক প্রকৃতির ছিল। প্রতিপক্ষকে সব সময় লুকিয়ে হামলা করত, হঠাৎ করে প্রতিপক্ষের পেছনে গিয়ে এরা এক টানে ছুরি দিয়ে গলা কেটে ফেলত। এতে প্রতিপক্ষের কিছুই বোঝার উপায় থাকত না। তারা ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ছুরি-যোদ্ধা এবং কুঠার নিক্ষেপে খুবই পারদর্শী। এরা যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমে লুটপাট, হামলা করত এবং তাদের উচ্ছেদ করতে সামরিক বাহিনীকেও অনেক কষ্ট পোহাতে হয়েছিল।
১৮৪৬ সালের দিকে যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর যুদ্ধ বেঁধে গেলে অ্যাপাচিরা মার্কিন সরকারকে নানাভাবে সাহায্য করেছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্রের সাথেই তাদের আবার যুদ্ধ বেঁধে যায়। ১৮৮৬ সালে চূড়ান্তভাবে পরাস্ত হওয়ার আগপর্যন্ত জেরোনিমো, মাঙ্গাস কলোরাডো বা ভিক্টোরিওর মতো নেতাদের হয়ে অ্যাপাচিরা লড়াই করে গিয়েছে। ঘোড়ায় চড়ে, তীর-ধনুক আর বন্দুক নিয়ে আক্রমণরত অ্যাপাচি যোদ্ধারা মার্কিন বসতি স্থাপনকারীদের কাছে ছিল সাক্ষাত যমদূত। অ্যাপাচিদেরকে মূলধারার মিডিয়াতে সবসময় তুলে ধরা হয় যুদ্ধবাজ, নিষ্ঠুর এবং ভয়ংকর যোদ্ধাজাতি হিসেবে। অথচ বাস্তবে কিন্তু তারা স্রেফ নিজেদের বিচরণভূমি, অ্যাপাচেরিয়া রক্ষার জন্যই লড়েছিল।
আরো অনেক রেড ইন্ডিয়ানের মতো অ্যাপাচিরাও বাইসন শিকার করে জীবন চালাতো। বর্তমানে লক্ষাধিক অ্যাপাচি যুক্তরাষ্ট্রে বাস করে।
তারা গেরিলা যোদ্ধা হিসেবে ছিল অত্যন্ত প্রখর ও তাদের উত্তরাধিকাররা আজ আধুনিক দিনের স্পেশাল ফোর্সকে কিভাবে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট প্রশিক্ষণ দেয়।
তাছাড়া লাদেন বধের কোড নাম ছিল অপারেশন নেপচুন স্পেয়ার। তবে অপারেশন জেরোনিমো নামে বিশেষ খ্যাতি পায় এটি। আর যার নামে এই অপারেশন তিনি একজন অ্যাপাচি।
No comments:
Post a Comment