Saturday, 11 July 2020

বাস্তব জীবনের নায়ক যারা পৃথিবীকে বাঁচিয়েছিলেন - পর্ব 1 --


যখন আপনারা পৃথিবীকে বাঁচানোর কথা ভাবেন তখন হয়তো আপনাদের মাথায় আসে শেষ মুহূর্তে সুপারম্যানের মতো সুপারন্যাচারাল কার্যকলাপ, বোম্ব স্কোয়াট শেষ মুহূর্তে কোন ভয়ানক ক্ষেপণাস্ত্র বা যন্ত্রাংশ নিষ্ক্রিয় করছে অথবা বৈজ্ঞানিকরা শেষ মুহূর্তে ভিনগ্রহীদের বিরুদ্ধে কোনো অস্ত্র তৈরি করতে সক্ষম হচ্ছে। কিন্তু আসল জীবনে যারা পৃথিবীতে বাঁচিয়েছেন তাদের ঘটনাগুলিও কম রোমাঞ্চকর নয়। 

যেখানে সুপারহিরোরা শেষ মুহূর্তে তাদের নায়কোচিত ঘটনা ঘটিয়ে পৃথিবীকে বাঁচিয়ে দেয় সেখানে মানবজাতির ক্ষেত্রে দেখা গেছে  সাধারণত কোন বিপর্যয় থেকে বেঁচেছে, বিপদের মুখে তাদের ধৈর্য্য এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে।
অনেক নায়ক বছরের পর বছর ধরে এই ধরনের কাজ করে গেছে, অনেকে তাদের অক্লান্ত কঠোর পরিশ্রমের ফলাফলস্বরূপ এই কাজ করতে পেরেছে ; আবার কোন কোন নায়ক তারা ভবিষ্যতের জন্য কি করেছে অথবা তাদের কিভাবে মনে রাখা হবে ইত্যাদি না চিন্তা করেই এই কার্যে মৃত্যু বরণ করেছেন। 

স্তানিস্লাভ পেত্রোভ 

প্রথম পর্বে এরকম এক বাস্তব জীবনের নায়ক স্তানিস্লাভ পেত্রভ কে নিয়ে আলোচনা করব। 
26 সেপ্টেম্বর 1983 সালে বাস্তব জীবনের নায়ক স্তানিস্লাভ পেত্রভ তার অন্তরের কথা শুনে পৃথিবীতে পরমাণু যুদ্ধের সূচনা হওয়া থেকে একাই বাঁচিয়েছিলেন। 

এইসময় পেত্রভ মস্কোর বাইরে একটি গোপন কমান্ড সেন্টার যার নাম - 'সারপুকোভ 15' এ ডিউটি অফিসার হিসাবে নিযুক্ত ছিলেন। তিনি সেদিনকার শিফটের মাত্র কয়েক ঘন্টা পার করেছিলেন। এই কমান্ড সেন্টারের মাধ্যমে ইউনাইটেড স্টেটস এর উপর থাকা সোভিয়েত মিলিটারি স্যাটেলাইট গুলিকে দেখা হতো। হঠাৎ করে এখানে এলার্ম বাজতে শুরু করলো; এই এলার্ম এর অর্থ ছিল বিপদ সংকেত যার অর্থ একটি আমেরিকান বেস থেকে 'ফাইভ মিনিটম্যান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল' উৎক্ষেপণ করা হয়েছে।



পেত্রভ কিন্তু ঘাবড়ে যাননি তিনি জানতেন এই অ্যালার্ম সিস্টেমগুলি তাদের প্রাথমিক পর্যায় রয়েছে এবং ব্যক্তিগতভাবে তিনি বিশ্বাস করতেন যে এই ওয়ার্নিংটি ভুল বা ফলস হতে পারে। যদিও পরবর্তীকালে তিনি বলে থাকেন যে, এটি আসলে 50-50 সম্ভাবনা হতে পারে যে এটি ভুল নয়। মিসাইলের আক্রমণ রিপোর্ট না করে পেত্রভ এলার্ম বন্ধ করে দেন এবং তার উর্দ্ধতন কর্মকর্তাকে জানান যে একটি যান্ত্রিক গোলযোগ হয়েছে। 

শেষ পর্যন্ত পেত্রভ সঠিক ছিলেন; এই মিসাইল অ্যাটাক অ্যালার্ম সিগন্যালটি ভুল ছিল। যদি পেত্রভ আক্রমণটিকে বাস্তবে রিপোর্ট করতেন তবে, বিশ্ব জুড়ে পরমাণু যুদ্ধের সূচনা হতে পারতো। কিন্তু ঠান্ডা মাথায় থেকে সময় নিয়ে পরিস্থিতির মূল্যায়ন করে পেত্রভ পৃথিবীকে বাঁচিয়েছিলেন। 

পরবর্তীকালে 'ওয়াশিংটন পোস্ট'কে  তিনি বলেছিলেন, "আমার ভিতর কেন জানি একটি মজাদার অনুভূতি হচ্ছিল, আমি কোন ভুল করতে চাইনি। আমি আমার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন। "

ঠান্ডা মাথায় এবং দ্রুত চিন্তা করা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। যখন তিনি বিষয়টি নিয়ে বিবেচনা করছিলেন তিনি স্থির করেন যে, যদি আমেরিকানরা সত্যি যুদ্ধ শুরু করে তবে সেই আক্রমণটি আরো বৃহৎ এবং তীব্রতর হওয়া উচিত। তিনি বলেছিলেন, "যখন কেউ একটি যুদ্ধ শুরু করে সে মাত্র পাঁচ খানা মিসাইল দিয়ে নিশ্চয়ই যুদ্ধ শুরু করবে না।"

আপনার কি মনে হয়? আজ আমরা যে পৃথিবীতে বেঁচে আছি, যে পৃথিবী দেখছি, রোজকার ভালো মন্দ কাজ, সমালোচনা করা সব কিছুতে এনার কি কোথাও একটা অবদান থাকতে পারে? আমরা এরম পরিস্থিতিতে কি করতাম?

No comments:

Post a Comment

Write to us...