Friday, 8 May 2020

হিটলার কি স্পেনে পালিয়ে গিয়েছিলেন?

এফবিআই ফাইলে আগেই বলা হয়েছিল যে, হিটলার হয়তো তার বাংকারে মারা যাননি, বরঞ্চ তিনি হয়তো সোভিয়েতের নাকের ডগা দিয়ে পালিয়ে গিয়েছিলেন।
এটা প্রমাণিত হয়েছিল যে, 1945 সালের 21 এপ্রিল হিটলারের ব্যক্তিগত জিনিসপত্র 8 টি বিমানে নিয়ে যাওয়া হয়েছিল।
ঐদিন বিশাল সংখ্যক নাৎসী সদস্যরা 'টেম্পলহপ বিমানবন্দর' থেকে বিমানে উঠেছিল।
 বর্তমানে বার্লিন সাবওয়ে স্টেশনে একটি নকল দেওয়াল খুঁজে পাওয়া গেছে। সম্ভবত এখান দিয়েই 70 বছর আগে হিটলার পালাতে সক্ষম হয়েছিলেন। 

একটি গোপন মেমোতে এফবিআই ডাইরেক্টর জে এডগার হুভার বলেছিলেন, আমেরিকান আর্মি আধিকারিকরা জার্মানিতে হিটলারের দেহ পায়নি; এমনকি এরকম কোন বিশ্বাসযোগ্য সূত্র পাওয়া যায়নি যাতে দৃঢ় ভাবে বলা যায় যে হিটলার মারা গিয়েছিল।

এমনকি ইউএস আর্মি স্পেনে হিটলারের সন্ধানে একটি অপারেশনও করেছিল।

ইউ এস মিলিটারি বার্লিনের গুপ্ত টানেলগুলি খোঁজার জন্য 'স্টেট অফ আর্ট সোনার ডিভাইস' ব্যবহার করছেন।

বেশ কিছু সূত্র অনুযায়ী হিটলার প্লেনে করে স্পেনে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। যেখানে জেনারেল ফ্রাঙ্কো তাকে স্বাগত জানিয়েছিল। সেনোর স্তেফান এসিতুনা, যিনি 1945 সালে  জেনারেল ফ্রাঙ্কোর ড্রাইভার ছিলেন, তাকে 1945 সালে 30 এপ্রিল মাদ্রিদ বিমানবন্দরে একটি বিমানের যাত্রীকে নিয়ে আসতে পাঠানো হয়। তিনি বর্ণনা দিয়েছিলেন, এটি একটি জার্মান বিমান ছিল এবং তার মনে আছে এটা খুব দেরি করে এসেছিল। মাঝরাত্তিরের দিকে ফ্রাঙ্কোর নির্দেশ অনুযায়ী, এই প্যাসেঞ্জারটি যার কাছে কোন লাগেজ ছিল না, তাকে সোজা রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়।

1945 সালের মে মাসে মাদ্রিদে জেনারেল ফ্রাঙ্কো প্রাসাদের পূর্বভাগকে সিল করে দেওয়া হয়েছিল এবং 14 ফুট উঁচু দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছিল এই নির্মাণটি সম্পর্কে আগে কাউকে জানানো হয়নি এবং এই অঞ্চলে যে সকল কর্মীদের নিযুক্ত রাখা হয়েছিল তারা সকলেই দক্ষ জার্মানভাষী ছিল।
সেই মাসেই ফ্রাঙ্কোর মেডিক্যাল কর্মীরা স্পেনের সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে 144 বোতলের 'ডক্টর কোস্টার্স এন্টি গ্যাস পিল' এর একটি কার্টুন এর অর্ডার দিয়েছিল এবং অক্টোবর মাস পর্যন্ত প্রতি মাসেই এই অর্ডারটি দেওয়া হতো।
বলা হয় হিটলারের ব্যক্তিগত ফিজিশিয়ান থিও মরেল একসময় হিটলারকে একটি 'anti-flatulence' মেডিকেশন দেন এবং হিটলার পরবর্তীকালে এর উপর নেশায় পড়ে যান। এমনকি বলা হয় তিনি মুঠোভর্তি করে এই ওষুধগুলো খেয়ে নিতেন। কাকতালীয়ভাবে জেনারেল ফ্রাঙ্কো মে মাস থেকে অক্টোবর পর্যন্ত একই ধরনের ওষুধের দরকার পড়েছিল।

মাদ্রিদ এর রাষ্ট্রপতি ভবন থেকে 13 মাইল দূরে একটি চিকিৎসালয় ছিল যাকে বলা হত 'দা ক্লিনিক সান কার্লোস'
1947 সালের শেষের দিকে এই ক্লিনিকের ডাইরেক্টর হিসাবে ডক্টর ভিক্টর ভেগা দিয়াজ যোগদান করেন। তিনি 'ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ কার্ডিয়লজিস্ট' এর প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ এক কথায় বলতে হলে বিশ্বের একজন শীর্ষস্থানীয় হার্ট স্পেশালিস্ট ছিলেন।
ভেগা দিয়াজের ব্যক্তিগত ডায়েরি অনুযায়ী, 1947 সালের 1 নভেম্বর বুধবার দুপুরের দিকে রাষ্ট্রপতি ভবনের থেকে তার কাছে একটি টেলিফোন কল আসে এবং তাকে ফ্রাঙ্কোর বাগিচা দলের একজন সদস্যকে পরীক্ষা করার জন্য ডাকা হয়েছিল।এখানে ডাক্তার বাবু 'generalisimmo franko' লেখাটির তলায় বেশ ভালো করে আন্ডারলাইন করেছিলেন; যার অর্থ এই দাঁড়ায় যে, তাকে রাষ্ট্রপতি ভবনের কোন কর্মী ফোন করেনি বরং স্প্যানিশ রাষ্ট্রপতি নিজেই ফোন করেছিলেন।

যেখানে 12 মাইল কাছে অত্যাধুনিক, বিশালাকৃতি এবং উন্নতমানের, রাষ্ট্রপতির নামে সম্মানিত হসপিটাল 'ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো' অবস্থিত সেখানে স্প্যানিশ ডিক্টেটর কেন এই হাসপাতালটির সাথে যোগাযোগ করেছিলেন? এমনকি এর আগেও প্রেসিডেন্ট এবং তার নিকটস্থ সকলে ফ্রান্সিসকো ফ্রাঙ্কো স্থান থেকেই তাদের চিকিৎসা সংক্রান্ত কারণে যাতায়াত বা যোগাযোগ রাখতেন। তবে কি তিনি চাইছিলেন না যে এখানে এই বিষয়ে কোন রেকর্ড রাখা হোক?

ডক্টর ডিয়াজ তার ডায়রিতে বর্ণনা করেছিলেন, পেশেন্টটি ছিলেন 50 থেকে 60 এর মাঝামাঝি বয়সে এবং তিনি খুবই রুগ্ন হয়েছিলেন (প্রসঙ্গত এইসময় হিটলারের বয়স হতো 58 বছর এবং ছয় মাস)।
তিনি নথিভুক্ত করেছিলেন যে দুপুর 3.32 এর সময় পেশেন্টের কার্ডিও মায়োপ্যাথি জনিত কারণে মৃত্যু ঘটেছিলো, যেটি খুবই সাধারণ হার্ট অ্যাটাক যার জন্য অটোপ্সির দরকার পড়ে না এবং পেজের শুরুতে পেশেন্ট আইডেন্টিফিকেশন এর স্থানে লেখেন, 'সেনোর আদি লুপাস'।

দুর্ভাগ্যবশত ডাক্তারের ব্যক্তিগত নোটে এর থেকে আর বেশি কিছু জানা যায় না এবং 'ক্লিনিকো সান কারলোস' 1947 সালের পর স্থানান্তরিত হয় এবং এটি নিয়ে হাসপাতালে যদি কোন রেকর্ড থেকে থাকে তাহলে সেটি এতক্ষণে চিরকালের মতো হারিয়ে গিয়েছে।

এটা সত্যি একটি অযৌক্তিক মনে হয় যে প্রেসিডেন্ট তার বাগানের এক মালিকে চিকিৎসা করানোর জন্য পৃথিবী শ্রেষ্ঠ কার্ডিওলজিষ্টের মধ্যে একজনকে ডেকে পাঠিয়েছিলেন। এছাড়াও 'সেনর আদি লুপাস' নামক কোন ব্যক্তির সমাধি ও শেষকৃত্য নিয়ে মাদ্রিদে কোন রেকর্ড বা কবরস্থান খুঁজ

এছাড়া এই সেনর আদি লুপাস' সম্পর্কে কোন ডকুমেন্ট পাওয়া যায়নি।  না কোনো বার্থ সার্টিফিকেট, না কোন বিবাহ সম্পর্কিত রেকর্ড, না কোন ট্যাক্স ফাইল অথবা এম্প্লয়মেন্টের ইতিহাস, না কোনো রেজিস্ট্রেশন নাম্বার বা ইলেক্টোরাল রোল কিছুই পাওয়া যায়নি। 1947 সালের 11 নভেম্বরের আগে কিছুই ছিল না কেবলমাত্র ভেগা দিয়াজের ডায়েরিতে তার নামটি উল্লেখিত ছিল এবং একটি কাকতালীয় ব্যাপার হচ্ছে 'লুপাস' কথাটি উলফ বা শিয়ালের ল্যাটিন অনুবাদ। হিটলারের  জাহাজের নাম ছিল 'দা সি উলফ', প্লেনের নাম ছিল 'দা ফ্লাইং উলফ' এবং তার দুটি হেডকোয়ার্টার কে ডাকা হতো যথাক্রমে 'দ্য উলফস লেয়ার' এবং 'দা উলফস ডেন' বলে।

এছাড়া ওনার সাথে যখন তার প্রথম আলাপ হয়েছিল, তিনি মিস্টার উলফ ছদ্মনাম ব্যবহার করেছিলেন।
এছাড়া একইরকমভাবে ক্রিশ্চান নাম 'আদি' ও
 তাৎপর্যপূর্ণ ছিল। এভা ব্রাউন এই শব্দটিকে ব্যক্তিগত ভাবে তাকে ডাকতে ব্যবহার করতেন। 

No comments:

Post a Comment